Logo
Logo
×

খেলা

মাঠে ধূমপান করে শাস্তি পেলেন আফগান ক্রিকেটার শেহজাদ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১২:০৯ এএম

মাঠে ধূমপান করে শাস্তি পেলেন আফগান ক্রিকেটার শেহজাদ

বাংলাদেশের প্রিমিয়ার লীগের একটি ম্যাচে ক্রিকেট মাঠে ধূমপান করে শাস্তির মুখে পড়েছেন আফগান ক্রিকেটার মোহাম্মদ শেহজাদ।

মিরপুরের ক্রিকেট মাঠে দাঁড়িয়ে শুক্রবার ভেপ বা ই-সিগারেট থেকে ধূমপান করায় তাকে সতর্ক করে দিয়েছে বিসিবি। সেইসঙ্গে শেহজাদের শৃঙ্খলার রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে।

কারণ, খেলা চলাকালীন মাঠে ধূমপান করা ক্রিকেটের আইনের পরিপন্থী।

বিসিবি জানিয়েছে, মোহাম্মদ শেহজাদ তার এই শাস্তি মেনে নিয়েছেন। ফলে এ নিয়ে পরবর্তী আর কোন শুনানির দরকার হবে না।

লেভেল ওয়ান অপরাধে সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক সতর্কবার্তা। তবে এ ধরনের অপরাধে একজন ক্রিকেটারের সর্বোচ্চ শাস্তি হতে পারে ম্যাচ ফি'র অর্ধেক জরিমানা এবং রেকর্ডে এক বা দুই পয়েন্ট ডিমেরিট যোগ করা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মিনিস্টার ঢাকার ক্রিকেটার শেহজাদকে বিসিবির লেভেল ওয়ান কোড অব কন্ডাক্ট ভঙ্গের অভিযোগে আনুষ্ঠানিকভাবে সতর্ক করে দেয়া হয়েছে।

মিরপুরের শেরেবাংলা ক্রিকেট মাঠে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে বিলম্ব হয়। শেষ পর্যন্ত খেলাটি বাতিল হয়।

কিন্তু মাঝে কিছু সময়ের জন্য বৃষ্টি থামলে যখন কর্মীরা মাঠ পরিচর্যার কাজ শুরু করেন, সেই সময় আরও ঢাকা ও কুমিল্লার কয়েকজন ক্রিকেটারের সঙ্গে মাঠে প্রবেশ করে শেহজাদ।

তখন সাজঘরের সামনে দাঁড়িয়ে অন্য দুই আফগান ক্রিকেটারের সঙ্গে গল্পরত মোহাম্মদ শেহজাদকে ভেপ বা ই-সিগারেট থেকে ধূমপান করতে দেখা যায়।

কিছুক্ষণের মধ্যেই ঢাকার প্রধান কোচ মিজানুর রহমান বাবুল এবং বাংলাদেশের ক্রিকেটার তামিম ইকবাল তার কাছে এগিয়ে এসে ধূমপান করতে নিষেধ করেন। সেই সময় তার চোখেমুখে বিরক্তির ছাপ দেখা গেলেও ই-সিগারেট ব্যবহার বন্ধ করেন তিনি।

ধূমপান ছাড়তে বা ধূমপানের বিকল্প হিসাবে অনেক ভেপ বা ই-সিগারেট ব্যবহার করেন। যদিও এটির ব্যবহার নিয়েও বিতর্ক রয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম