কোহলির সিদ্ধান্ত নিয়ে যা বললেন সৌরভ গাঙ্গুলী
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২২, ০৭:৪০ পিএম
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর দিনই অধিনায়কের দায়িত্ব ছেড়ে দিয়েছেন বিরাট কোহলি। শনিবার টুইট করে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর কথাটি জানান ভারত সেরা এই তারকা ব্যাটসম্যান।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেরআগে কোহলি ঘোষণা দেন তিনি ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে আর অধিনায়কত্ব করবেন না। এরপর বিশ্বকাপ শেষে তাকে ওয়ানডের অধিনায়কত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়।
এবার ভারতীয় টেস্ট দলের নেতৃত্ব থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ালেন কোহলি। তার অধীনে গত ৭ বছরের ৬৮ টেস্টের মধ্যে ৪০টিতে জয় পায় ভারত।
বিরাট কোহলির টেস্ট দলের নেতৃত্ব ছাড়া প্রসঙ্গে শনিবার গভীর রাতে টুইট করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী লেখেন- বিরাটের নেতৃত্বে ভারত সব ধরনের ক্রিকেটেই দ্রুত উন্নতি করেছে। অধিনায়কত্ব ছেড়ে দেওয়াটা তার ব্যক্তিগত ব্যাপার। ভবিষ্যতে দলকে আরও উঁচু জায়গায় নিয়ে যাওয়ার ব্যাপারে সে গুরুত্বপূর্ণ এক সদস্য হবে। দুর্দান্ত এক ক্রিকেটার সে।
এর আগে বোর্ড সচিব জয় শাহ টুইট করে লেখেন- টেস্ট অধিনায়ক হিসেবে ভালো একটা সময় কাটাল কোহলি। ওর নেতৃত্বে দল দেশে ও বিদেশে দুর্দান্ত খেলেছে। সে গোটা দলকেই প্রচণ্ড ফিট বানিয়ে দিয়েছে। বিশেষ করে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে টেস্ট জয় তো দারুণ আনন্দেরই ছিল।
বিসিসিআইয়ের অফিশিয়াল টুইটারেও প্রতিক্রিয়া জানিয়ে লেখা হয়, অধিনায়ক হিসেবে দলকে অন্য উচ্চতায় নিয়ে গেছে কোহলি। ৬৮ টেস্টে ৪০ জয়। দেশের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক সে।