Logo
Logo
×

খেলা

‘খলনায়কের’ গোলেই জয় পেল না রোনাল্ডোর ম্যানইউ (ভিডিও)

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২১, ১১:৩১ পিএম

‘খলনায়কের’ গোলেই জয় পেল না রোনাল্ডোর ম্যানইউ (ভিডিও)

স্ট্যামফোর্ড ব্রিজে রোববার প্রিমিয়ার লিগে চেলসির একের পর এক আক্রমণে কোণঠাসা হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

ম্যানইউর আক্রমণভাগকে যেন খুঁজেই পাওয়া গেল না। 

গোলের উদ্দেশে সর্বমোট তিনটি শট নিতে পারে ম্যানইউ। অন্যদিকে মুহুর্মুহু আক্রমণে চেলসি ২৪টি শট নিতে পারে, যার ছয়টি লক্ষ্যে। 

কিন্তু এত ভালো খেলেও শেষ পর্যন্ত হতাশাই সঙ্গী তাদের। ড্র নিশ্চিত করে মাঠ ছাড়তে সক্ষম হয়েছে ম্যানইউ।

প্রিমিয়ার লিগে বড় দুদলের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। গোলশূন্য প্রথমার্ধের পর জেডন স্যানচোর গোলে এগিয়ে যায় ইউনাইটেড। পরে সমতা ফেরান জর্জিনিয়ো।

জর্জিনিয়োর কারণেই গোল হজম করে চেলসি। পরে তার গোলেই সমতায় ফিরলে জয় হাতছাড়া হয় রোনাল্ডোর দলের। 

ম্যাচের শুরুতেই সমর্থকদের বিস্ময় উপহার দেন ম্যানইউ কোচ মাইকেল ক্যারিক।  এমন শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাড়াই প্রথম একাদশ সাজান তিনি। 

পর্তুগিজ তারকাকে বেঞ্চে রেখে মাঠে নেমে কোণঠাসা হয়ে পড়ে ইংলিশ ক্লাবটি। যদিও প্রথমার্ধ ছিল গোলশূন্য। 

দ্বিতীয়ার্ধে বদলি নেমেও অবশ্য নিজের ছাপ রাখতে পারেননি পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

দ্বিতীয়ার্ধে জর্জিনিওর শিশুসুলভ এক ভুলে ৫০ মিনিটে ধারার বিপরীতে গোল হজম করে বসে চেলসি। প্রতিপক্ষ অর্ধ থেকে ব্রুনো ফের্নান্দেজের লম্বা বলটা আয়ত্বেই নিতে পারেননি চেলসি মিডফিল্ডার, যিনি কি না ছিলেন তখন নিজেদের অর্ধে দলটির শেষ খেলোয়াড়ও। 

ফলে ইউনাইটেড ফরোয়ার্ড জেডন স্যানচো সহজেই ঠাণ্ডা মাথার ফিনিশে বলটা জড়িয়ে দেন প্রতিপক্ষের জালে।

এক কথায় ম্যাচের ‘খলনায়ক’ বনে যান জর্জিনিও। এরপর অবশ্য প্রায়শ্চিত্ত করেন তিনি।

৬৯ মিনিটে পেনাল্টি পায় চেলসি। তা থেকেই দলকে সমতায় ফেরান জর্জিনিও। 

এরপর আর কোনো গোল না হলে ১-১ সমতায় থেকেই ম্যাচ শেষ হয়। 

এই ম্যাচ শেষেও অবশ্য শীর্ষে আছে চেলসি। ১৩টি খেলায় ৯ জয় ও তিন ড্রয়ে ৩০ পয়েন্ট অর্জন করেছে দলটি। অন্যদিকে ইউনাইটেড সমান ম্যাচ খেলে ১৮ পয়েন্ট নিয়ে আছে তালিকার অষ্টম অবস্থানে।

ম্যাচ হাইলাইটস দেখুন -
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম