মেসিবিহীন পিএসজিকে বাঁচালেন আশরাফ হাকিমি (ভিডিও)
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২১, ১২:২৭ এএম
ফ্রেঞ্চ লিগ ওয়ানে এবার প্রতাপ দেখিয়ে জয় তুলে নিতে পারছে না শিরোপাপ্রত্যাশী দল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।
বুধবারের ম্যাচেও মেসের বিপক্ষে পয়েন্ট হারানোর পথেই ছিল ফরাসি জায়ান্ট। এদিন হাঁটুতে চোট পাওয়ায় খেলেননি দলের মহাতারকা লিওনেল মেসি।
যোগ করা সময়ের পাঁচ মিনিট পর্যন্ত ১-১ গোলে ড্রয়ের পথেই ছিল মেসির দল। শেষ মুহূর্তে মরোক্কান রাইটব্যাক আশরাফ হাকিমির গোলে রক্ষা পান তারা।
হাকিমির জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।
ম্যাচের প্রথম ১৫ মিনিট পর্যন্তও গোছানো ফুটবল খেলে পিএসজি। শুরুর ৫ মিনিটে ডান প্রান্ত দিয়ে দৌড়ে মেসের ডি-বক্সে ঢুকে শট নেন হাকিমি। সেটি ফিরে এলে ফিরতি শটে জালে বল পাঠান তিনি।
১-০ তে এগিয়ে থেকে ১৫ মিনিট খেলার পর থেকেই এলোমেলো হয়ে যায় পিএসজি।
রক্ষণে মার্কিনিওস, প্রেসনেল কিমপেম্বে ও তাভারেজ মেন্দেজকে রেখে মাঝমাঠ যোগ দেয় আক্রমণে। কিন্তু ফিনিশিংয়ের অভাবে গোল পাননি পচেত্তিনোর শিষ্যরা।
প্রথমার্ধের তিনটি গোলের সুযোগ নষ্ট করেন দলের সেরা স্ট্রাইকার এমবাপ্পে।
এদিকে অগোছালো পিএসজিকে পেয়ে সুযোগ কাজে লাগায় মেসে। ৩৯ মিনিটে কর্নার থেকে মেসেকে সমতায় ফেরান বউবাকার কয়োতে।
পিএসজির তিন ডিফেন্ডারের ভেতর থেকে শূন্যে লাফিয়ে দর্শনীয় গোলটি করেন তিনি।
১-১ স্কোরলাইনেই বিরতিতে যায় দুদল।
বিরতির পর ৬৫ মিনিটে মাঝমাঠে দুটি বদল আনেন পিএসজি কোচ পচেত্তিনো। আন্দের এরেরা ও আনহেল ডি মারিয়াকে নামান রাফিনহা ও ভাইনালডমকে তুলে নিয়ে।
আক্রমণে এমন ধার এনেও গোলের দেখা পাচ্ছিলেন না পচেত্তিনো। ৯০ মিনিট পেরিয়ে যায় ওই ১-১ সমতায়। পয়েন্ট ভাগাভাগি নিশ্চিত যেনে সমর্থকরা গ্যালারিও ছাড়া শুরু করেন।
কিন্তু ভাগ্য সহায় হয়ে পিএসজির। যোগ করা সময়ের ৯১ মিনিটে ১০ জনে পরিণত হয় মেস। দ্বিতীয় হলুদকার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার ডিলান ব্রোন।
এর ৪ মিনিট পরই মাঝমাঠ থেকে নেইমারের চমৎকার এক দূরপাল্লার পাসে দারুণ ফিনিশিং টানেন সেই হাকিমি। টানা দুই ম্যাচে শেষ মুহূর্তে জয় পেল সাত ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা পিএসজি।
ম্যাচ হাইলাইটস দেখুন -