Logo
Logo
×

খেলা

‘তামিমের সঙ্গে মাহমুদউল্লাহর কোনো ঝামেলা নেই’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২১, ০৮:২৩ পিএম

‘তামিমের সঙ্গে মাহমুদউল্লাহর কোনো ঝামেলা নেই’

নিউজিল্যান্ড সিরিজের আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার ঘোষণা দিয়ে চমকে দেন তামিম ইকবাল। হয়তো ‘প্রাপ্য সম্মান’ না পাওয়ায় দেশসেরা এই ওপেনার এমন সিদ্ধান্ত নিয়েছেন।

লম্বা বিরতির পর জাতীয় দলে তামিম ইকবালের ফেরা নিয়ে ম্যানেজমেন্টের ভেতর-বাইরে অনেক আলোচনা হয়েছে। যদি তামিমকে সুযোগ করে দেওয়া হয় তাহলে নতুনদের প্রতি অন্যায় করা হবে কিনা সেটা নিয়েও প্রশ্ন ওঠে। এমন আলোচনা হয়তো ভালো লাগেনি বাঁহাতি এই ওপেনারের। তাই বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নেন তামিম।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য গত বৃহস্পতিবার দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্বভাবতই সেই দলে নেই ওপেনার তামিম। দল ঘোষণার পরই দেশের সংবাদমাধ্যমে গুঞ্জন, বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদই নাকি তামিমকে ওপেনার হিসেবে দলে চান না।

এসব গুঞ্জন উড়িয়ে দিয়ে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, দেশের ওয়ানডে অধিনায়ক তামিম আর টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের মধ্যে কোনো সমস্যা আমি দেখছি না। বায়ো বাবলের কারণে দলের সঙ্গে আমার থাকার কোনো উপায় নেই। বিসিবির দুই পরিচালক জালাল ইউনুস ভাই ও আহমেদ সাজ্জাদুল আলম ববি ভাইকে জিজ্ঞেস করেছি দলে কোনো সমস্যা আছে কিনা, কারণ তারা দলের সঙ্গে ছিলেন। তারা বলেছেন, দলে কোনো সমস্যা নেই। তাই এসব নিয়ে মন্তব্য করার কোনো কারণই আমি দেখছি না।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম