ইউএস ওপেনে ইতিহাস গড়লেন ব্রিটিশ তরুণী (ভিডিও)
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২১, ১২:৪০ এএম
ইউএস ওপেন টেনিসে ইতিহাস গড়লেন ব্রিটিশ সুন্দরী এমা রাদুকানু। এমন রেকর্ড আগে কেউ গড়তে পারেনি।
বাছাইপর্ব পেরিয়ে এসেই শিরোপা জেতার কীর্তি গড়লেন রাদুকানু, যা ইউএস ওপেনের ১৪০ বছরের ইতিহাসে নেই একটিও!
পেশাদার টেনিসে মাত্র তিন মাস আগে অভিষেক হয়েছে রাদুকানুর। আর ক্যারিয়ার শুরু হতে না হতেই ইউএস ওপেন জয়!
ইউএস ওপেনের ফাইনালে শনিবার লেইলাহ অ্যানি ফার্নান্দেজকে উড়িয়ে দিয়ে শিরোপা জিতেছেন ১৮ বছরের এ তরুণী।
প্রথম গ্র্যান্ডস্ল্যামের ফাইনালে নেমে একটুও নার্ভাস হতে দেখা যায়নি রাদুকানুকে। গোটা টুর্নামেন্টে অপ্রতিরোধ্য ছিলেন। একটি ম্যাচও হারেননি। ফাইনালেও একই রূপে দেখা গেছে তাকে। সরাসরি সেটে লেইলাহকে ৬-৪, ৬-৩ গেমে উড়িয়ে দিলেন।
এমন কীর্তি গড়ে রাদুকানু অনুভূতি প্রকাশের ভাষাই হারিয়ে ফেলেছেন। পুরস্কার হাতে শুধু একটি কথাই বলেন,‘ আমার বিশ্বাস হচ্ছে না, আমি গ্র্যান্ডস্ল্যাম জিতেছি।’
18-year-old Emma Raducanu entered the US Open as a qualifier and ranked 150th.
— The Athletic (@TheAthletic) September 11, 2021
Now she is the US Open champion, becoming the first qualifier to win a Grand Slam final. She didn't lose a single set in 10 matches ?
? @usopen pic.twitter.com/y1zSGnAxEy
তথ্যসূত্র: এপি