Logo
Logo
×

খেলা

লর্ডসে সামির ব্যাটিং তাণ্ডব

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২১, ০৮:১৫ এএম

লর্ডসে সামির ব্যাটিং তাণ্ডব

ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে ২৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে যায় ভারত। ৫৫ রানের দলের সেরা তিন ব্যাটসম্যান লোকেশ রাহুল, রোহিত শর্মা ও বিরাট কোহলির উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে যায় ভারত। 

সেই চাপের মধ্যে স্নায়ু ঠাণ্ডা রেখে দায়িত্বশীল ব্যাটিং করেন চেতেশ্বর পুজারা ও আজিঙ্কা রাহানে। চতুর্থ উইকেট তারা গড়েন ১০০ রানের জুটি। 

রাহানে-পুজারা জুটির বিচ্ছেদের পর দলের হাল ধরতে পারেননি ঋষভ পন্থ ও রবিন্দ্র জাদেজা। তারা অংশ নেন আসা-যাওয়ার মিছিলে।

সোমবার পঞ্চম দিনে আগের করা ১৮১/৬ রান নিয়ে ফের ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে যায় ভারত। এদিন স্কোর বোর্ডে ১৩ রান জমা হতেই সাজঘরে ফেরেন পন্থ। পরের ১৫ রানের ব্যবধানে নেই ইশান্ত শর্মার উইকেট। 

২০৯ রানে ৮ উইকেট পতনের পর ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই মনে করেছেন দ্রুতই গুটিয়ে যাবে ভারত। 

কিন্তু নবম উইকেটে ভারতের দুই তারকা পেসার মোহাম্মদ সামি ও জসপ্রিত বুমরাহ লাঞ্চ বিরতির আগে ১১১ বলে ৭৭ রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপ গড়েন। 

৫৫ বলে ৪০ রান করা সামি এরপর মঈন আলীকে পরপর দুই বলে চার ও ছক্কা হাঁকিয়ে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে নেন। ৬৭ বলে ৫টি চার ও এক ছক্কায় ক্যারিয়ার সেরা ৫২ রান করে অপরাজিত থেকে মধ্যাহ্ন বিরতিতে যান সামি।

৫৮ বলে দুটি বাউন্ডারির সাহায্যে ক্যারিয়ার সেরা ৩০ রান করে অপরাজিত আছেন বুমরাহ। ভারতের সংগ্রহ ৮ উইকেটে ২৮৬ রান। কোহলিদের লিড ২৫৯ রান। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম