ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে ২৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে যায় ভারত। ৫৫ রানের দলের সেরা তিন ব্যাটসম্যান লোকেশ রাহুল, রোহিত শর্মা ও বিরাট কোহলির উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে যায় ভারত।
সেই চাপের মধ্যে স্নায়ু ঠাণ্ডা রেখে দায়িত্বশীল ব্যাটিং করেন চেতেশ্বর পুজারা ও আজিঙ্কা রাহানে। চতুর্থ উইকেট তারা গড়েন ১০০ রানের জুটি।
রাহানে-পুজারা জুটির বিচ্ছেদের পর দলের হাল ধরতে পারেননি ঋষভ পন্থ ও রবিন্দ্র জাদেজা। তারা অংশ নেন আসা-যাওয়ার মিছিলে।
সোমবার পঞ্চম দিনে আগের করা ১৮১/৬ রান নিয়ে ফের ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে যায় ভারত। এদিন স্কোর বোর্ডে ১৩ রান জমা হতেই সাজঘরে ফেরেন পন্থ। পরের ১৫ রানের ব্যবধানে নেই ইশান্ত শর্মার উইকেট।
২০৯ রানে ৮ উইকেট পতনের পর ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই মনে করেছেন দ্রুতই গুটিয়ে যাবে ভারত।
কিন্তু নবম উইকেটে ভারতের দুই তারকা পেসার মোহাম্মদ সামি ও জসপ্রিত বুমরাহ লাঞ্চ বিরতির আগে ১১১ বলে ৭৭ রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপ গড়েন।
৫৫ বলে ৪০ রান করা সামি এরপর মঈন আলীকে পরপর দুই বলে চার ও ছক্কা হাঁকিয়ে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে নেন। ৬৭ বলে ৫টি চার ও এক ছক্কায় ক্যারিয়ার সেরা ৫২ রান করে অপরাজিত থেকে মধ্যাহ্ন বিরতিতে যান সামি।
৫৮ বলে দুটি বাউন্ডারির সাহায্যে ক্যারিয়ার সেরা ৩০ রান করে অপরাজিত আছেন বুমরাহ। ভারতের সংগ্রহ ৮ উইকেটে ২৮৬ রান। কোহলিদের লিড ২৫৯ রান।
A humongous six brings up the 50 for Shami, along with a huge round of applause at Lords! ??
— Sony Sports (@SonySportsIndia) August 16, 2021
Tune into Sony Six (ENG), Sony Ten 3 (HIN), Sony Ten 4 (TAM, TEL) & SonyLIV (https://t.co/AwcwLCPFGm ) now! ?#ENGvINDOnlyOnSonyTen #BackOurBoys #Shami pic.twitter.com/etS5lmHKNr