![তামিম ম্যাচসেরা সাকিব সিরিজসেরা (ভিডিও)](https://cdn.jugantor.com/assets/news_photos/2021/07/20/image-445319-1626797176.jpg)
জিম্বাবুয়ে সফরে দুর্দান্ত এক সিরিজ খেলল বাংলাদেশ। বাংলাদেশের দাপুটে পারফরম্যান্সে উড়ে গেল জিম্বাবুয়ে।
একমাত্র টেস্টে ২২০ রানের বড় জয়ের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজও নিজেদের করে নিল তামিম বাহিনী।
৩-০ তে সিরিজ জিতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগে প্রত্যাশিত ৩০ পয়েন্ট অর্জন করল টাইগাররা।
আজ হোয়াইটওয়াশের জয়টি এসেছে অধিনায়ক তামিম ইকবালের হাত ধরেই। বড় রান তাড়ায় কীভাবে দলকে জিতিয়ে আনতে হয় তা মাঠের পারফরম্যান্সে দেখিয়ে দিলেন বাংলাদেশ দলের অধিনায়ক।
জিম্বাবুয়ের বোলারদের তুলোধোনো করে ৮০ বলেই সেঞ্চুরি হাঁকিয়েছেন তামিম। তার ক্যারিয়ারের দ্রুততম সেঞ্চুরিতে ভর করে ১২ বল বাকি থাকতেই ৫ উইকেটে জিতে গেছে বাংলাদেশ।
এমন পারফরম্যান্সের কারণে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ম্যাচসেরার পুরস্কার উঠেছে তামিমের হাতে।
আর সিরিজসেরা হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাটে-বলে দুই বেলায়ই উজ্জ্বল সাকিব।
শেষ ম্যাচে ১০ ওভারে ৪৬ রানে ১ উইকেট নেয়ার পর করেছেন গুরুত্বপূর্ণ ৩০ রান।
সবমিলিয়ে এই সিরিজে তিন ম্যাচে একটি অপরাজিত ৯৬ রানের ইনিংসসহ ১৪৫ রান করেছেন সাকিব। যা দুই দলের মধ্যে ব্যক্তিগতভাবে তৃতীয় সর্বোচ্চ রান।
এছাড়া সিরিজে সর্বোচ্চ উইকেটশিকারি সাকিবই। এক ইনিংসে ৩০ রানে ৫ উইকেটসহ ৩ ম্যাচে নিয়েছেন ৮ উইকেট। সিরিজসেরার পুরস্কার তার হাতেই উঠল।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি দেখুন -