Logo
Logo
×

খেলা

স্টাম্প উড়িয়ে দিলেন তাসকিন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২১, ০৪:০৪ পিএম

স্টাম্প উড়িয়ে দিলেন তাসকিন

ওপেনার রেগিস চাকাভার ব্যাটে ভর করে বড় সংগ্রহের আশা করছিল জিম্বাবুয়ে। আর সবাই ছোট ছোট ইনিংস খেলে সাজঘরে ফিরলেও দুর্দান্ত ব্যাট করে যাচ্ছিলেন তিনি। ব্যক্তিগত সংগ্রহ আশির কোটাও পেরিয়ে গিয়েছিলেন।

সামনে ছিল তিন অংকের ম্যাজিক ফিগারে পৌঁছানোর হাতছানি। কিন্তু চাকাভার সেই স্বপ্ন গুড়িয়ে দিলের পেসার তাসকিন আহমেদ।

সরাসরি উড়িয়ে দিলেন ক্রিজের সবচেয়ে বেশি সময় ধরে টিকে থাকা ব্যাটসম্যানের উইকেট। আজ তৃতীয় ওয়ানডেতে চাকাভাই তাসকিনের প্রথম শিকার।

৩৫তম ওভারের প্রথম বলটি ইনসুইং দেন তাসকিন। চাকাভা লেগসাইডে ফ্লিক করতে চেষ্টা করেন। কিন্তু পুরোপুরি ব্যর্থ হন। উড়ে যায় অফস্ট্যাম্পটি।

৯১ বল খেলে ৮৪ রানে থামে চাকাভার ইনিংস। ৭ বাউন্ডারি ও ১ ছক্কায় নিজের ইনিংসটি সাজিয়েছেন চাকাভা।

এ প্রতিবেদন লেখার সময় ৩৬ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৭৬ রান। ক্রিজে আছেন সিকান্দার রাজা ও রায়ান বার্ল।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম