|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় দলের খেলা ছেড়ে ‘আইপিএল প্রেমে’ মত্ত বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
আইপিএলে ডাক পাওয়ায় দেশের হয়ে শ্রীলংকার বিপক্ষে টেস্ট খেলবেন না তিনি।
শ্রীলংকা সফর থেকে ছুটি চেয়ে বিসিবির কাছে আবেদন করেন সাকিব। আবেদন মঞ্জুরও করেছে বিসিবি।
আইপিলের ১৪ তম আসরে খেলতে আর কোনো বাধা রইল না বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়ের।
এদিকে সাকিবের এ সিদ্ধান্ত গণমাধ্যমে প্রকাশের পর দেশজুড়ে সমালোচনার ঝড় বইছে। তীব্র বিষবাক্যে বিদ্ধ হচ্ছেন সাকিব।
এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সাকিবেরই একটি স্ট্যাটাস, যা তিনি ৭ বছর আগে লিখেছিলেন।
সাকিবের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাসটি ফের প্রকাশ্যে এসেছে।
দিনভর স্ট্যাটাসটি শেয়ার করেছেন দেশের ক্রিকেটপ্রেমীরা। অনেক গ্রুপ ও পেজেও শেয়ার হয়েছে পোস্টটি। কেউ কেউ স্ট্যাটাসটির স্ক্রিনশট শেয়ার করেছেন।
২০১৪ সালের ৬ জুলাই কী লিখেছিলেন সাকিব?
ওই স্ট্যাটাসে সাকিব লিখেছিলেন, আমি সব সময় দেশের হয়ে খেলতে চাই। অন্তত আরো দশ বছর জাতীয় দলের হয়ে খেলতে চাই আমি। আইপিএল জিতে বাংলাদেশে এসে আমি বলেছি, বাংলাদেশের হয়ে একটি ম্যাচ জিতে যে আনন্দ, পুরো আইপিএল ট্রফি জিতেও সে আনন্দ নেই। এতেই আমার দেশের হয়ে খেলার ব্যাপারে ধারণা নিতে পারেন। অনেকেই মনে করে আমি ২০১৯ বিশ্বকাপের পর অবসর নিবো। কিন্তু সত্য হলো আমি ২০২৩ সালের বিশ্বকাপও খেলতে চাই।
