Logo
Logo
×

খেলা

হাসপাতালে আনুশকা, স্ত্রীর পাশে কোহলি (ভিডিও)

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২১, ০৭:১৬ এএম

হাসপাতালে আনুশকা, স্ত্রীর পাশে কোহলি (ভিডিও)

নতুন বছরের জানুয়ারি মাসেই প্রথম সন্তানের প্রত্যাশা করছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি ও তার স্ত্রী আনুশকা শর্মা।  

যে কারণে সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে তিন টেস্ট বাকি থাকতেই অস্ট্রেলিয়া ছেড়ে দেশে ফেরেন কোহলি। এ নিয়ে সমালোচনাও কম সইতে হয়নি তাকে। দেশে ফিরেই স্ত্রীর দেখভাল করছেন কোহলি। নিয়মিত চিকিৎসকের পরামর্শও নিচ্ছেন।

যে কারণে প্রায়ই হাসপাতালে দেখা যাচ্ছে বিরুশকা দম্পতিকে।
 
গত ২৯ ডিসেম্বরও মুম্বাইয়ের একটি হাসপাতালে দেখা গেল কোহলি-আনুশকাকে। এদিন চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ করেন আনুশকা। এ সময় তাকে সঙ্গ দেন কোহলি।  

বিরুশকা দম্পতির সেই হাসপাতাল পরিদর্শনের ভিডিও ও ছবি এখন নেটদুনিয়ায় ভাইরাল। কয়েকটি ছবি ও ভিডিওতে আনুশকাকে প্রথমবার স্ট্রিপড ড্রেসে দেখা যাচ্ছে। দ্বিতীয়বার তাকে দেখা যায় সাদা পোশাকে।  

ভারতের সংবাদমাধ্যম হিন্দু্স্তান টাইমস জানিয়েছে, গত বুধবার এ দম্পতিকে দুবার হাসপাতালে দেখা গেছে। হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেয়ার পর তারা মুম্বাইয়ের জুহুতে কেনা নতুন অ্যাপার্টমেন্ট পরিদর্শনে যান।

এদিকে বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভোগ ম্যাগাজিনের কাভার পোস্ট করেন আনুশকা শর্মা। 

ভোগকে দেয়া সাক্ষাৎকারে আনুশকা বলেন, করোনা মহামারীর লকডাউন আমার জন্য আশীর্বাদ হয়ে এসেছে। কোহলি আমাকে সঙ্গ দিয়েছেন। চিকিৎসকের কাছে আমরা একসঙ্গে গেছি। রাস্তা ফাঁকা ছিল।  

এমন অনেক অভিজ্ঞতার কথা শেয়ার করে এই অভিনেত্রী বলেন, সন্তান প্রসবের চার মাস পর অভিনয়ে ফেরার পরিকল্পনা রয়েছে আমার। 

 

 

অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের চার ম্যাচের টেস্ট সিরিজের দুটি ইতিমধ্যে শেষ হয়েছে। অ্যাডিলেডে লজ্জার ইতিহাসের অংশ হয়ে দেশে ফেরেন বিরাট কোহলি। তার অনুপস্থিতিতে অজিঙ্কা রাহানের নেতৃত্বে মেলবোর্নে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ভারত। ৮ উইকেটে জয় পান সফরকারীরা। সিডনি ও ব্রিসবেনে যথাক্রমে আগামী ৭ ও ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুটি টেস্ট। পিতৃত্বকালীন ছুটিতে থাকায় এই দুটি টেস্টেও থাকছেন না বিরাট কোহলি। 


 

আনুশকা বিরাট কোহলি হাসপাতালে সন্তান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম