দারুণ জয়ে ‘ফাইনাল ফোরের’ আশা জিইয়ে রাখল জার্মানি (ভিডিও)
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২০, ০২:২৯ এএম
ইউক্রেনের বিপক্ষে দারুণ এক জয়ে উয়েফা নেশনস লিগের ফাইনাল ফোরে খেলার আশা বাঁচিয়ে রেখেছে জার্মানি।
এখন ফাইনাল ফোরে যেতে জয়ের প্রয়োজন নেই জার্মানির। পরের ম্যাচে হার এড়িয়ে ড্র করলেই চলবে তাদের।
রেড বুল অ্যারেনায় শনিবার রাতে ‘এ’ লিগের ৪ নম্বর গ্রুপের ম্যাচে প্রথমে পিছিয়ে পড়ে জার্মানি।
ম্যাচের ১২তম মিনিটে ডি-বক্স থেকে ইয়ারেমচুককে পাস দেন অলেকসান্দার জুবকভ। তার তা লক্ষ্য বরাবর জোরালো শটে জার্মানির জালে পাঠান ২৪ বছর বয়সী ইয়ারেমচুক।
প্রথমার্ধেই সেই গোল শোধ করে দেয় জার্মানি। ২৩তম মিনিটে মাঝমাঠ থেকে গোরেটস্কার বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন সানে।
এবার এগিয়ে যাওয়ার পালা। ৩৩তম মিনিটে রবিনের ক্রস ডি-বক্সের ডান দিকে দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে বক্সের সামনে উড়িয়ে দেন গোরেটস্কা। আর তা হেডে ফাঁকা জালে পাঠান চেলসি ফরোয়ার্ড ভেরনার।
২-১ স্কোরলাইনে বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে নেমে ৬৪তম মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন ভেরনার। ডান দিক থেকে মাথিয়াস গিন্টারের বাড়ানো বল ডি-বক্সে পেয়ে চেলসি ফরোয়ার্ডের নেয়া শট জালে জড়ায়।
বাকি সময়ে ইউক্রেনের দুটি শট জার্মানির গোলবারে লেগে ফিরে আসে। বাকি সময় আর কোনো গোল না হওয়ায় ৩-১ গোলের ব্যবধানে জয় পায় জার্মানি।
ম্যাচ হাইলাইটস দেখুন -