লা লিগায় প্রথম ম্যাচে হোঁচট খেল রিয়াল মাদ্রিদ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২০, ০৩:৫০ এএম
শুরু হয়ে গেল লা লিগার নতুন মৌসুম। আর নিজেদের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।
সার্জিও রামোসদের আটকে দিল রিয়াল সোসিয়েদাদ।
চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে হতাশায় ডুবিয়ে চ্যাম্পিয়ন হওয়া রিয়াল গোলশূন্য ড্র করেছে সোসিয়েদাদের সঙ্গে।
গত ১৮ বছরে এবারই প্রথম রিয়াল সোসিয়েদাদ ও রিয়াল মাদ্রিদের মধ্যকার কোনো ম্যাচে একটিও গোল হলো না।
রোববার রাতে স্যান সেবাস্তিয়ানে সোসিয়েদাদের রক্ষণে নিয়মিতই হানা দিয়েছেন করিম বেনজেমা, রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়ররা।
কিন্তু কোনো আক্রমণই কাজে লাগেনি। কোচ জিদানের সব পরিকল্পনাই ব্যর্থ হয়েছে সোসিয়েদাদের রক্ষণভাগের কাছে।
ম্যাচের ১৫ মিনিটের সময়ই গোল পেতে পারতেন বেনজেমা। কিন্তু গোলরক্ষক বরাবর শট মারায় ব্যর্থ হন তিনি। সার্জিও রামোস আর টনি ক্রুসও বল নিয়ে প্রতিপক্ষের ডি-বক্সে ঢুকেছেন কয়েকবার। কিন্তু ৯০ মিনিটজুড়ে চল সব প্রচেষ্টা ভেস্তে গেল। এ ছাড়া রিয়ালের একটি পেনাল্টির দাবিও প্রত্যাখ্যাত হয়েছে রেফারির কাছে।
ফল পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়েছে রিয়াল মাদ্রিদের।
তথ্যসূত্র: গোল ডট কম