ভালো খেলতে না পেরে হতাশায় এক লাইন জাজের মুখে বল মারেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ।
সেই ঘটনায় ডিসকোয়ালিফায়েড হয়ে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ড থেকে ছিটকে যান তিনি। বলতে গেলে, নিজের রাগ দমন করতে না পাড়ায় এবারের গ্র্যান্ডস্লাম হাতছাড়া হয় তার।
এমন ঘটনার পর নিজেকে শুধরে নিতে পারলেন না জকোভিচ। মনের কোণে কোথাও বাসা বেধে থাকা সেই রাগ বা ক্ষোভকে নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছেন তিনি।
সম্প্রতি ক্ষোভে ফেটে পড়ে আবার একটা কাণ্ড করে বসলেন নোভাক জকোভিচ।
এবার ফ্রেঞ্চ ওপেনের প্রস্তুতিমূলক টুর্নামেন্ট ইতালিয়ান ওপেনে খেলতে গিয়ে রেগেমেগে ভেঙে ফেলেছেন র্যাকেট।
ইউএস ওপেন থেকে বহিষ্কৃত হওয়ার দুই সপ্তাহের মাথায় গত রোববার জকোভিচ রোমে ইতালিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে জার্মানির ডমিনিক কোফারের সঙ্গে খেলছিলেন।
দ্বিতীয় সেটের ষষ্ঠ গেমে শূন্যতে তাকে ব্রেক করেন প্রতিপক্ষ। অমনি র্যা কেটটা কোর্টে ছুড়ে ফেলেন জকোভিচ।
র্যাকেট ভেঙে গেলে আরেকটি র্যা কেট নিয়ে খেলতে হয় তাকে। এমন ঘটনায় এবার বহিষ্কৃত না হলেও তাকে সতর্ক করে দেন চেয়ার আম্পায়ার।
এ বিষয়ে জকোভিচ বলেন, ‘এভাবেই রাগ কমে আমার। এটি অবশ্যই ভালো কোনো আচরণ নয়। এটিই যে প্রথম এবং শেষবারের জন্য র্যাকেট ভাঙলাম আমি তা নয়; আমি আগেও এটি করেছি, হয়তো ভবিষ্যতেও করব। আমি আসলে এটি করতে চাই না। কিন্তু কীভাবে যেন ঘটে যায়।’
র্যাকেট ভাঙার ম্যাচে জকোভিচ ৯৭ র্যা ঙ্কড জার্মানকে ৬-৩, ৪-৬, ৬-৩ গেমে হারিয়ে সেমিফাইনালে উঠে গেছেন। আর কোনো দুর্ঘটনা না ঘটালে ১০০০ মাস্টার্স শিরোপা এবার তারই হতে যাচ্ছে বলে ধারণা সবার। কারণ রাফায়েল নাদাল অপ্রত্যাশিতভাবে আর্জেন্টাইন খেলোয়াড় ডিয়েগো শোয়ার্জমানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়ায় জকোভিচকে চ্যালেঞ্জ জানানোর মতো কেউ নেই।
তথ্য সূত্র: নিউইয়র্ক টাইমস