আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি বার্সা ছাড়তে পারবেন কিনা, এ খবরে যখন মশগুল ফুটবলবিশ্ব; তখন জানা গেল ইতালীয় ক্লাব জুভেন্টাস ছাড়ছেন আরেক আর্জেন্টাইন তারকা গঞ্জালো হিগুয়েইন।
চুক্তির এক বছর বাকি থাকতেই জুভেন্টাস ছেড়ে ইন্টার মিলানে যাচ্ছেন ৩২ বছর বয়সী এ স্ট্রাইকার।
সব কিছু ঠিক থাকলে সতীর্থ ব্লেইস মাতুইদির সঙ্গে যুক্ত হবেন হিগুয়েইন। ফরাসি মিডফিল্ডার মাতুইদিও নতুন মৌসুমে জুভেন্টাস ছেড়ে ইন্টারে পাড়ি জমিয়েছেন।
ইউরোপের ক্রীড়াভিত্তিক অন্যতম গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ইন্টার মিলানের মালিকের সঙ্গে ইতিমধ্যে আলোচনা সেরেছেন হিগুয়েইন। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত হিগুয়েইনের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারে তারা।
ক্যারিয়ারের ১৪ বছর হতে চলা এ আর্জেন্টাইন স্ট্রাইকার এর আগে রিয়াল মাদ্রিদ, নাপোলি, জুভেন্টাস, এসি মিলান এবং চেলসির হয়ে খেলেছেন।