পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার জহির আব্বাস বলেছেন, বাবর আজম পাকিস্তানের হয়ে সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ক্রিকেট খেলছে। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে সে মোটামুটি ভালো করেছে এবং ব্যাটিংয়ের সময় আত্মবিশ্বাসী ছিল। আমি আশা করি পাকিস্তান বাবর আজমের মতো আরও খেলোয়াড় তৈরি করবে; যাতে চাপ একজনের ওপর না পড়ে।
ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ টেস্টে প্রথম ইনিংসে এগিয়ে থেকেও হেরে যায় পাকিস্তান। আজহার আলীর নেতৃত্বাধীন দলটির এমন পরাজয়ে হতাশ এশিয়ার ব্র্যাডম্যান নামে পরিচিত জহির আব্বাস।
তিনি বলেছেন, প্রথম ইনিংসে ১o০ রানের বেশি লিড নেয়ার পর পাকিস্তান জিততে পারেনি। দলের এমন পরাজয়ে আমি অত্যন্ত হতাশ। আমি নাম মেনশন করে কিছু বলতে চাই না, তবে আমাদের অনেক ভুল রয়েছে। সেই ভুলের কারণেই আমাদের হারতে হয়েছে।
আইসিসির সাবেক সভাপতি আরও বলেছেন, পাকিস্তান ক্রিকেট দলের ধারাবাহিকতার অভাব রয়েছে; যা বিশ্বের সেরা দলগুলোর একটি হয়ে ওঠার পথে বড় বাধা। আমরা এমন একটি দল হিসেবে পরিচিত হতে চাই না, যা কেবল দুর্বল; যাদের বিপক্ষে প্রতিপক্ষরা দুর্দান্ত পারফর্ম করে।
পাকিস্তানের বর্তমান অধিনায়ক আজহার আলী ৯টি টেস্ট ম্যাচে নেতৃত্ব দেন। তার অধীনে মাত্র দুটি টেস্টে জয় পায় পাকিস্তান। ৪টিতে হেরে যায়। আজহার আলীর অধিনায়কত্বের ভবিষ্যত নিয়ে চিন্তিত জহির আব্বাস।
তিনি বলেছেন, আজহারকে অধিনায়ক হিসেবে রেখে দেয়ার সিদ্ধান্ত ক্রিকেট বোর্ডের। এত বেশি ক্রিকেট খেলার পরও সে পরিণত হতে পারেনি। ব্যক্তিগতভাবে রান করার পাশাপাশি নেতৃত্ব দেয়ার গুরুত্বও বুঝতে হবে। কারণ এটি পুরো দলের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে।
পাকিস্তানের ষষ্ঠ খেলোয়াড় হিসেবে আইসিসির হল অব ফেমে অন্তর্ভুক্ত হয়েছেন জহির আব্বাস। এমন সম্মানে সন্তুষ্ট আব্বাস বলেন, পাকিস্তানের পাশাপাশি এটি আমার জন্য বড় সম্মানের বিষয়।