Logo
Logo
×

খেলা

মেসিকে দেশে ফেরার আহ্বান আর্জেন্টিনা প্রেসিডেন্টের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২০, ১০:১৮ পিএম

মেসিকে দেশে ফেরার আহ্বান আর্জেন্টিনা প্রেসিডেন্টের

বার্সেলোনায় কাটানো দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানতে চাচ্ছেন লিওনেল মেসি। ৩৩ বছর বয়সী বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলারকে বিভিন্ন ক্লাব নিজেদের করে নেয়ার চেষ্টা করছে। আর্জেন্টিনা প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ মেসিকে দেশে ফেরার আহ্বান জানিয়েছেন। 

আর্জেন্টিনার প্রেসিডেন্টের ইচ্ছো- মেসির ছোটবেলার ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েসে সে ক্যারিয়ার শেষ করুক। এজন্য সিফাইভ এনের মাধ্যমে মেসিকে বার্তা পাঠিয়েছেন তিনি।

সেই বার্তায় ফার্নান্দেজ লিখেছেন- তুমি আমাদের হৃদয়ে আছো সব সময়। তবে তোমাকে আমরা দেশের মাটিতে খেলতে দেখিনি। শৈশবের নিউওয়েলস ওল্ড বয়েস ক্লাবে ফিরে আমাদের সেই সুযোগটি করে দেয়ার আহ্বান করছি।

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার বিশ্বকাপজয়ী সাবেক তারকা ম্যারাডোনার প্রশংসা করে দেশটির প্রেসিডেন্ট বলেন, আমি ম্যারাডোনার মতো কোনো খেলোয়াড় দেখিনি। সারা বিশ্বের বিরুদ্ধে সে খেলত। তাকে আমি হৃদয় থেকে ভালোবাসি। সত্যি বলতে মেসির থেকেও বেশি ভালোবাসি। যখনই আর্জেন্টিনার ফুটবল প্রসঙ্গ আসে সবার আগে ম্যারাডোনার কথাই মনে পড়ে। একজন সত্যিকারের যোদ্ধা ছিলেন তিনি। অসাধারণ তার সামর্থ্য।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম