ইমরান খানের বিষয়ে হঠাৎ ‘ইউটার্ন’ নিলেন মিয়াঁদাদ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২০, ০১:২২ এএম
গত ১২ আগস্ট বিশ্বকাপজয়ী পাক অধিনায়ক ও দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিস্ফোরক কিছু মন্তব্য করেছিলেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ।
নিজের ইউটিউব চ্যানেলে মিয়াঁদাদ বলেছিলেন, দেশের সাবেক তারকা ক্রিকেটারদের ছেড়ে পিসিবিতে বিদেশিদের আনছেন ইমরান খান। এতে পাকিস্তানের ক্রিকেট ধ্বংস হচ্ছে। প্রধানমন্ত্রী হওয়ার পর ইমরান নিজেকে ‘ঈশ্বর’ ভাবা শুরু করেছেন।
পাক প্রধানমন্ত্রীর বিষয়ে জাভেদ মিয়াঁদাদের এমন সব মন্তব্যে দেশটির ক্রীড়াঙ্গনসহ সব মহলেই আলোচনার জন্ম দেয়।
আর এমন পরিস্থিতির মধ্যে মাত্র ১০ দিনের মাথায় ‘ইউটার্ন’ নিলেন জাভেদ মিয়াঁদাদ। নিজের জায়গা থেকে সরে দাঁড়িয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন তিনি।
মিয়াঁদাদ বলেন, ‘আমার সেসব বক্তব্যের জন্য আমি ক্ষমা চাইছি, বিশেষ করে প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে।’
হঠাৎই সতীর্থের ওপর ক্ষুব্ধ হয়েছিলেন কেন, এমন প্রশ্নের জবাব আগভাগেই দিয়ে রেখেছেন জাভেদ মিয়াঁদাদ।
তিনি বলেন, ‘আসলে ইংল্যান্ডের বিপক্ষে চলমান প্রথম টেস্টে পাকিস্তানের পারফরম্যান্সে আমি বেশ ক্ষেপেছিলাম। তাই এভাবে কথাগুলো বেরিয়ে এসেছিল। পাকিস্তানের প্রধানমন্ত্রী ও বিশ্বজুড়ে পাকিস্তানের সমর্থকদের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা আছে।’
তবে হঠাৎই মিয়াঁদাদের ভোল পাল্টানোর বিষয়ে গুঞ্জন ভাসছে অন্য কথা।
মিয়াঁদাদের ওই বক্তব্যের পর তার ভাতিজা পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান ফয়সাল ইকবালকে ঘরোয়া একটি দলের কোচের দায়িত্ব দেয়া হয়েছে। এর পরই ইমরান খানের কাছে আগের ভিডিওবার্তার জন্য ক্ষমা চান এ সাবেক পাক অধিনায়ক।
উল্লেখ্য, গত ১২ আগস্ট ইমরান খানের ওপর ক্ষোভ প্রকাশ করে জাভেদ মিয়াঁদাদ বলেছিলেন– 'আমি আপনাকে (ইমরান খান) সবসময় নেতৃত্ব দেয়া একজন মানুষ। আমি আপনার অধিনায়ক ছিলাম, আপনি নন। কিন্তু এখন আপনার কার্যকলাপ ঈশ্বরের মতো। ব্যাপারটা এমন যে, আপনিই কেবল দেশের একমাত্র বুদ্ধিমান ব্যক্তি। আর কেউ মনে হয় অক্সফোর্ড বা কেমব্রিজ বা পাকিস্তানের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে যায়নি। মানুষের কথা একবার ভাবুন।'
ইংল্যান্ডের ওয়াসিম খানকে পিসিবির সিইও পদ দেয়ার বিষয়ে ইমরান খানকে একহাত নেন মিয়াঁদাদ।
তিনি বলেন, আপনি গুরুত্বপূর্ণ পদে বিদেশিদের নিয়োগ দিয়েছেন। আমাদের দেশে কী মানুষের অভাব যে, আপনাকে পিসিবির কাজের জন্য বিদেশ থেকে মানুষ আনতে হবে? এখন যদি দুর্নীতি করে সে দেশ ছেড়ে যায় তখন কী করবেন?'
তথ্যসূত্র: জিও সুপার টিভি