Logo
Logo
×

খেলা

তুমি চিরকাল আমার অধিনায়ক: ধোনিকে কোহলি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২০, ০৬:২৯ এএম

তুমি চিরকাল আমার অধিনায়ক: ধোনিকে কোহলি

ভারতের স্বাধীনতা দিবসে হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মহেন্দ্র সিং ধোনি। 

তার বিদায়টা রাজসিক না হলেও ধোনিকে কিংবদন্তি বলতে দ্বিধা নেই তার শত্রুদেরও।  

অবসর ঘোষণার পরপরই তার সুন্দর ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন সাবেক ও বর্তমান সতীর্থরা। 

ধোনির অবসরের সিদ্ধান্ত জানার পরপরই সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা দিয়েছেন তার সতীর্থ ও ভারত দলের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি।

ভারতীয় ক্রিকেট বোর্ডের পোস্ট করা ভিডিওবার্তায় ধোনির উদ্দেশে কোহলি বলেছেন, ‘জীবনে অনেক মুহূর্ত আসে, যা ভাষায় প্রকাশ করা যায় না।  তোমার এই অবসরের মুহূর্তটা সে রকমই একটি মুহূর্ত। তুমি সব সময় বাসের শেষ আসনে বসতে। খুব একটা কথা বলতে না। কিন্তু তোমার উপস্থিতি, ব্যক্তিত্বই অনেক কিছু বলে দিত।’

ধোনির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সামনে এনে আবেগাপ্লুত কোহালি বলেন, ‘আমাদের মধ্যে যেমন বোঝাপড়া ছিল, তেমনই বন্ধুত্ব।  দলের জয়ের একমাত্র লক্ষ্য সামনে রেখেই খেলেছি আমরা।  আমার জীবনের শুরুতে তোমার নেতৃত্বে খেলতে পারা একটা দারুণ অভিজ্ঞতা। তুমি আমার ওপর ভরসা রেখেছ, বিশ্বাস রেখেছ, যার জন্য আজীবন কৃতজ্ঞ থাকব।  আমি আগেও বলেছি, আবারও বলছি। তুমি চিরকাল আমার অধিনায়ক থাকবে।’


 

ভারত মহেন্দ্র সিং ধোনি কোহলি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম