ভারতের সাবেক সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি রোববার হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। তার এমন নীরব বিদায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঝড় বয়ে যায়।
বিশ্বের বর্তমান ও সাবেক ক্রিকেটার, সংগঠক, ক্রিকেট বিশ্লেষক, ক্রীড়া সাংবাদিকসহ ধোনি ভক্তরাও তার প্রশংসা করে সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট দেন।
ধোনির অবসর ঘোষণার একটু পরই ইন্সটাগ্রামে পোস্ট করেন স্ত্রী সাক্ষী। সেখানে তিনি লেখেন- দীর্ঘ ক্যারিয়ারে তুমি যা অর্জন করেছ তার জন্য তোমার গর্বিত হওয়া উচিত। খেলার প্রতি সব সময় নিজের সেরাটা দেয়ার জন্য অভিনন্দন।
সাক্ষী আরও লেখেন- তুমি যা কিছু অর্জন করেছ এবং তুমি যেরকম মানুষ সেজন্য আমি গর্ববোধ করি। আমি নিশ্চিতভাবে বলতে পারি যে, নিজের আবেগকে বিদায় জানানোর সময় তুমি নিজের চোখের জল চেপে রেখেছিলে। আগামী দিনে তোমার সুস্বাস্থ্য ও সুখের জন্য প্রার্থনা করছি।
সাক্ষী আরও লেখেন- মানুষ ভুলে যাবে তুমি কী বলেছ, মানুষ ভুলে যাবে তুমি কী করেছ। কিন্তু মানুষ কখনও ভুলে যাবে না- তুমি তাদের কী রকম অনুভূতি দিয়েছ।