বিশ্বে মহামারী আকার ধারণ করা করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন দিয়াগো ম্যারাডোনা।
আর্জেন্টিনার শীর্ষ ফুটবল লিগ সুপার লিগার ক্লাবগুলো এ সপ্তাহে অনুশীলনে ফিরবে। লিগ শুরুর আগে করোনা পজিটিভ হয়েছেন ১৭ জন খেলোয়াড়। তাই সংক্রমণ এড়াতে পূর্বসতর্কতার অংশ হিসেবে কোচ ম্যারাডোনাকে তিন সপ্তাহ অনুশীলন থেকে দূরে থাকতে বলা হয়েছে।
তার ক্লাব জিমন্যাসিয়ামের চিকিৎসক পাবলো দেল কমপেয়ার বলেছেন, আমার পরমার্শ হচ্ছে প্রথম ধাপে ম্যারাডোনা যেন অনুশীলনে না যান। লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে আর্জেন্টিনায়ও করোনা পরিস্থিতি অবনতির দিকে।