ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ফিল্ডার ছিলেন জন্টি রোডস। দক্ষিণ আফ্রিকার পিটারমারাইটজবার্গে ১৯৬৯ সালের ২৭ জুলাই জন্ম নেন তিনি।
সোমবার ছিল প্রোটিয়া এ সাবেক তারকা ক্রিকেটারের ৫২তম জন্মদিন। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এ ফিল্ডারের জন্মদিনে টুইট করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
১৯৯২ সালের ফেব্রুয়ারিতে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিকে অভিষেক হয় জন্টি রোডসের। জাতীয় দলের হয়ে ১১ বছরে ৫২টি টেস্ট আর ২৪৫টি ওয়ানডে ম্যাচ খেলে ৫টি সেঞ্চুরির সাহায্যে ৮ হাজার ৪৬৭ রান সংগ্রহ করেন তিনি।
ব্যাটিংয়ের চেয়েও জন্টি রোডসের বিশেষত্ব ছিল ফিল্ডিংয়ে। ক্রিকেট ক্যারিয়ারে অসম্ভব কিছু ক্যাচ তালুবন্দি করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। বাজপাখির মতো উড়ে গিয়ে ক্যারিয়ারে ১৩৯টি দুর্দান্ত ক্যাচ নেন জন্টি রোডস।
অবিশ্বাস্য কিছু ক্যাচ তালুবন্দি করার জন্যই ক্রিকেট ইতিহাসের সেরা ফিল্ডারদের তালিকায় নিজের স্থান করে নিয়েছেন জন্টি রোডস।