Logo
Logo
×

খেলা

ফলোঅন এড়ানোর কঠিন লড়াই চালিয়ে যাচ্ছেন হোল্ডার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২০, ০৬:১৬ এএম

ফলোঅন এড়ানোর কঠিন লড়াই চালিয়ে যাচ্ছেন হোল্ডার

তিন ম্যাচ সিরিজে ১-১ সমতায় তৃতীয় টেস্ট অলিখিত ফাইনালে পরিণত। 

ওল্ড ট্রাফোর্ডকে সাউদাম্পটন বানাতে মরিয়া জেসন হোল্ডার। তবে সাউদাম্পটনে হোল্ডার-গ্যাব্রিয়ালদের কাছে বিধ্বস্ত হয়ে  ওল্ড ট্রাফোর্ডে ঘুরে দাঁড়ানোর ইংল্যান্ড তার ধারাবাহিকতা বজায় রেখেছে।

অলি পোপের ৯১, জস বাটলারের ৬৭ আর স্টুয়ার্ট ব্রডের ঝড়ো ব্যাটিংয়ে গড় ৬২ রানের ওপর ভর করে প্রথম ইনিংসে ৩৬৯ রান করে ইংল্যান্ড।

৩৬৯ রান তাড়া করতে নেমে ব্যাটিং ধসে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। ফলোঅন এড়ানোর কঠিন লড়াই চালিয়ে যাচ্ছে হোল্ডাররা। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও ২৩০ রানে এগিয়ে।

শনিবার ব্যাটে আগুন ঝড়িয়ে বল হাতেও তোপ দাগান ব্রড। দ্বিতীয় ওভারেই ক্যারিবিয়ানদের প্রথম জুটি ভাঙেন ব্রড। তার বলে স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ক্রেইগ ব্র্যাথওয়েট।

এরপর জফরা আর্চারের বাউন্সারে গালিতে সহজ ক্যাচ দেন ০ রানে জীবন পাওয়া আরেক ওপেনার জন ক্যাম্পবেল।

এরপর ক্যারিবীয় শিবিরে আঘাত হানেন জেমস অ্যান্ডারসন। শামার ব্রুকসকে দুর্দান্ত এক ডেলিভারিতে আউট করেন তিনি। 

ব্রুকসের পর ফের ব্রডের হানা। এবার তার শিকার রোস্টন চেইস।

এমন পরিস্থিতিতে ৭৩ রানে ৫ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। 

জার্মেইন ব্ল্যাকউডকে সঙ্গে নিয়ে দলকে টেনে নিচ্ছিলেন অধিনায়ক হোল্ডার। চমৎকার এক ডেলিভারিতে ব্ল্যাকউডকে বোল্ড করেন ক্রিস ওকস।

ম্যানচেস্টারে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ গিয়ে দাঁড়ায় ৬ উইকেটে ১৪৩ রান। অধিনায়ক জেসন হোল্ডার ২৪ ও কিপার-ব্যাটসম্যান শেন ডাওরিচ ১০ রানে ব্যাট করছেন।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড ১ম ইনিংস: ১১১.৫ ওভারে ৩৬৯ (আগের দিন ২৫৮/৪) (পোপ ৯১, বাটলার ৬৭, ওকস ১, বেস ১৮*, আর্চার ৩, ব্রড ৬২, অ্যান্ডারসন ১১; রোচ ২৫.৪-৪-৭২-৪, গ্যাব্রিয়েল ২৩.২-৪-৭৭-২, হোল্ডার ২৪.৫-৫-৮৩-১, কর্নওয়াল ২৭-৫-৮৫-০, চেইস ১১-৩-৩৬-২)

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৪৭.১ ওভারে ১৩৭/৬ (ব্র্যাথওয়েট ১, ক্যাম্পবেল ৩২, হোপ ১৭, ব্রুকস ৪, চেইস ৯, ব্ল্যাকউড ২৬, হোল্ডার ২৪*, ডাওরিচ ১৩*; অ্যান্ডারসন ১১-৪-১৭-২, ব্রড ১০-৩-১৭-২, আর্চার ১৩.১-১-৫৫-১, ওকস ১৩-১-৩৯-১)

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম