Logo
Logo
×

খেলা

ওল্ড ট্রাফোর্ড টেস্ট: ২১৯ রানে এগিয়ে ইংল্যান্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২০, ০৪:২২ এএম

ওল্ড ট্রাফোর্ড টেস্ট: ২১৯ রানে এগিয়ে ইংল্যান্ড

অঘটন কিছু না ঘটলে কি ড্রয়ের দিকেই গড়াচ্ছে ওল্ড ট্রাফোর্ড টেস্ট? এমন প্রশ্ন ক্রিকেটপ্রেমীদের মনে। 

প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৯ উইকেট হারিয়ে ৪৬৯ রানের জবাবে ভালোই জবাব দিচ্ছিল ক্যারিবীয়রা।

 ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট ও মিডল অর্ডার সামারাহ ব্রুকসের লড়াইয়ে ২৮৭ রান করেন সফরকারীরা।

তৃতীয় দিন মাঠে নামতেই দেয়নি বৃষ্টি।

রোববার চতুর্থ দিনে আকাশে মেঘের আনাগোনা থাকলেও বৃষ্টি খেলায় বাগড়া দেয়নি। নির্ধারিত সময়েই শুরু হয়েছিল খেলা। 

সকালে ব্র্যাথওয়েট ও নাইটওয়াচম্যান আলজারি জোসেফ মিলে দারুণ জুটি গড়ে তোলেন। ৫৪ রানের জুটি গড়ার পর ৩২ রান করে ফিরে যান জোসেফ। সাই হোপ করেন মাত্র ২৫ রান। 

৭৫ রান করে স্টোকসের বলে কট অ্যান্ড বোল্ড হন ওপেনার ব্র্যাথওয়েট। 

এর পর হাল ধরেন মিডল অর্ডার ব্যাটসম্যান ব্রডের বলে এলবিডব্লিউ হওয়ার আগে স্কোরে ৬৮ রান জমা করেন সামারাহ ব্রুকস।

অর্ধশতক তুলে নিয়েছেন রস্টোন চেজ। ওকসের বলে আউট হওয়ার আগে চেজের সংগ্রহ ৮৫ বলে ৫১। চেজ ছাড়া আর কেউ দাঁড়াতে পারেনি ইংলিশ বোলারদের সামনে।

কোনোমতে ফলোঅন এড়িয়ে ২৮৭ রানে থেমে যায় ক্যারিবীয়দের প্রথম ইনিংস।

প্রথম ইনিংসে ১৮২ রানের লিড নিয়ে ব্যাট হাতে মাঠে নামে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসের বেন স্টোকসকে ওপেনার হিসেবে পাঠিয়েছেন জো রুট। 

তবে শুরুতেই ইংল্যান্ড শিবিরে আঘাত বার্বাডোজিয়ান কেমার রোচের। ওপেনার জস বাটলারকে শূন্য রানে ফিরিয়েছেন তিনি।

এর পর নিজের তৃতীয় ওভারের প্রথম বলেই আবার কেমার রোচ আবার গুঁড়িয়ে ক্রাউলির উইকেট। 

আট ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৩৭ রানে চতুর্থ দিন শেষ করেছে ইংল্যান্ড।

স্টোকস ১৬ রানে ও অধিনায়ক রুট ৮ রানে অপরাজিত আছেন। 

সে হিসাবে ২১৯ রানে এগিয়ে আছে ইংলিশরা। সোমবার বাংলাদেশ সময় বিকাল ৪টায় লিডকে আরও বাড়িয়ে নিতে দ্বিতীয় ইনিংস শুরু করবে স্টোকস ও রুট।

তথ্যসূত্র: ইএনপিএন ক্রিক ইনফো

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম