বাংলাদেশের ভক্তদের কাছে ‘দুঃখ প্রকাশ’ করলেন ওয়ালশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০২০, ০৪:১৮ পিএম
কোর্টনি ওয়ালশ
২০১৬ সালের সেপ্টেম্বরে টাইগারদের পেস বোলিং কোচ হিসাবে চুক্তিবদ্ধ হন ক্যারিবীয় কিংবদন্তি কোর্টনি ওয়ালশ। ২০১৯ বিশ্বকাপের পর তার সঙ্গে বিসিবি আর চুক্তি নবায়ন করেনি। তাই বাংলাদেশ ক্রিকেটকে বিদায় জানাতে হয়েছে তাকে।
অনেকটা নিভৃতেই বাংলাদেশ ছেড়ে নিজ দেশে চলে গেলেন এক সময়ের টেস্টের সর্বোচ্চ উইকেটশিকারি।
যে আলোড়ন তুলে উড়ে এসেছিলেন বাংলাদেশে, যাওয়া সময় তার ছিটেফোটারও দেখা মেলেনি। বাংলাদেশি ক্রিকেট সমর্থক ও তার ভক্তদের থেকে বিদায়ও নেননি।
এজন্য বাংলাদেশের কাছে দুঃখপ্রকাশ করেছেন ওয়ালশ।
ওয়ালশ বলেন, বাংলাদেশে কাজ করার অভিজ্ঞতা দারুণ ছিল। ভক্ত-সমর্থকদের কাছ থেকে ভালোভাবে বিদায় নেয়া হয়নি। এজন্য আমি খুবই দুঃখিত।
টাইগারদের সঙ্গে তিন বছর কাটিয়েছেন ওয়ালশ।
এ প্রসঙ্গে তিনি বলেন, তিন বছরে সুখকর স্মৃতি রয়েছে অনেক। বেশিরভাগ খেলোয়াড় আমাকে খুব সম্মান করেছে। কিছু খেলোয়াড় আমাকে যেভাবে দেখাশোনা করেছে তারা আজও আমার কাছে পরিবারের মতো। যতদিন ওখানে থেকেছি ভীষণ উষ্ণ অভ্যর্থনা অনুভব করেছি।
ইংল্যান্ড বিশ্বকাপ শেষে ওয়ালশ গত নভেম্বর থেকে ওয়েস্ট ইন্ডিজ নারী দলের বোলিং কোচ হিসাবে কাজ করছেন।