Logo
Logo
×

খেলা

ছেলের নাম জানালেন আশরাফুল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২০, ০৬:০১ এএম

ছেলের নাম জানালেন আশরাফুল

জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও তার দুই সন্তান। ছবি: সংগৃহীত

দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। এবার পুত্রসন্তান। 

গত ২৯ মে রাজধানীর স্কোয়ার হাসপাতালে বিকাল ৫টা ১৫ মিনিটে সুখবর পান তিনি। এবার সংবাদমাধ্যমকে ঘরের নতুন অতিথির নাম জানালেন আশরাফুল।

আশরাফুল জানান, পুত্রসন্তানের নাম রাখা হয়েছে– মোহাম্মদ তাওয়াফ আদভি। নাম নির্বাচনে স্ত্রী আনিকা তাসনিম অর্চির পছন্দকেও গুরুত্ব দিয়েছেন তিনি।  

আশরাফুল বলেন, তাওয়াফ নামটি রেখেছি আমি। আর আদভি রেখেছে ছেলের মা।

তাওয়াফ নামটি বেছে নেয়ার কারণ জানিয়েছেন আশরাফুল। তিনি বলেন, আমি চেয়েছি ছেলের নাম ‘ত’ বর্ণ দিয়ে নাম রাখতে। কারণ ওর বোনের নাম ‘ত’ দিয়ে শুরু। তখন তাওয়াফ নামটা ভাবনায় এলো। হজের সময় কাবাঘরকে তাওয়াফ করি আমরা।  সেখান থেকেই নামটা পছন্দ হয়েছে। 

এর আগে ২০১৬ সালে প্রথম কন্যাসন্তানের বাবা হন বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার। তার মেয়ের নাম আবিরা তাসনিম তুবা। আবিরা নামটা রেখেছিলেন আশরাফুলের স্ত্রী। আর তুবা রেখেছিলেন আশরাফুলের বাবা।

মোহাম্মদ আশরাফুল জাতীয় দলের হয়ে ৬১ টেস্ট, ১২৭ ওয়ানডে আর ২৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৯টি সেঞ্চুরি আর ৪০টি ফিফটির সাহায্যে ৬ হাজার ৬৫৫ রান সংগ্রহ করেন।
 

তথ্যসূত্র: বিডিক্রিমটাইম

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম