Logo
Logo
×

খেলা

মাঠে দর্শক ছাড়া ক্রিকেট খেলা কঠিন: কোহলি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২০, ১১:৪৪ পিএম

মাঠে দর্শক ছাড়া ক্রিকেট খেলা কঠিন: কোহলি

ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি বলেছেন, আমরা হাজার হাজার মানুষের সামনে খেলে অভ্যস্ত। মাঠে দর্শকক না থাকলে খেলা উপভোগ্য হবে না। আমি সত্যিই জানি না সবাই বিষয়টিকে কীভাবে নিবে, মাঠে দর্শক থাকলে গ্যালারির উন্মাদনা ক্রিকেটের মধ্যেও আবেগ তৈরি হয় তারা ভালো খেলার রসদ পায়।

স্টার স্পোর্টসের শো ক্রিকেট কানেক্টেডে অনুষ্ঠানে অংশ নিয়ে বর্তমান সময়ের এ তারকা ক্রিকেটার আরও বলেন, মাঠে দর্শক আর গ্যালারির উন্মাদনা না থাকলে আমার সন্দেহ হয় ক্রিকেটাররা খেলাটা কতোটা উপভোগ করবে। ফাঁকা স্টেডিয়ামে খেলা হলে সেই ম্যাজিক্যাল মুহূর্ত থাকবে না, খেলা হয়ে যাবে প্রাণহীন।

গত মাসে অস্ট্রেলিয়ার ক্রিকেটার নাথান লিয়ন বলেছিলেন, এখন এমন পরিস্থিতি দর্শক মাঠে আসলেও সমস্যা আবার না আসলে ক্রিকেটাররা খেলাটা সেভাবে খেলতে পারবে না। কিন্তু কিছু করার নেই আমাদের যে কোনও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে।

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম