ভারতীয় জুয়াড়ি সঞ্জীব চাওলা। ছবি: সংগৃহীত
করোনাভাইরাসের এই সংকট মুহূর্তে ২ লাখ টাকা জরিমানা এবং আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ না করার শর্তে জামিন পেলেন ভারতীয় ম্যাচ ফিক্সিার সঞ্জীব চাওলা।
এখন থেকে ঠিক ২০ বছর আগে ২০০০ সালে দক্ষিণ আফ্রিকার তৎকালীন অধিনায়ক হ্যানসি ক্রোনিয়েকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন সঞ্জীব।
সেই বছরের ৭ এপ্রিল হ্যানসি ক্রোনিয়ের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে মামলা করে দিল্লির পুলিশ। এক মাসের ব্যবধানেই জিজ্ঞাসাবাদে ফিক্সিংয়ের কথা স্বীকার করেন ক্রোনিয়ে।
তিনি জানিয়েছিলেন, সঞ্জীব চাওলা তাকে জুয়াড়িদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছিলেন। ক্রোনিয়ের স্বীকারোক্তির পর থেকেই ম্যাচ গড়াপেটার তদন্ত শুরু হয়। কিন্তু দুই বছর পর এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় মারা যান ক্রোনিয়ে। সেই সময় সুযোগ বুঝে ভারত ছেড়ে পালিয়ে ব্রিটেনে আশ্রয় নেন সঞ্জীব চাওলা। সেখানেই নাগরিকত্ব নিয়ে এতদিন ছিলেন তিনি।
২০১৩ সালে সঞ্জীবের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দিল্লির পুলিশ। এরপর থেকেই লন্ডনের আদালতে এই জুয়াড়িকে ফেরানোর মামলা চলছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতে সেই মামলায় জয়লাভ করে তাকে দেশে ফেরায় ভারত। কিন্তু তিন মাসের ব্যবধানে করোনার করুণ মুহূর্তে জামিন দেয়া হলো সঞ্জীব চাওলাকে।
সূত্র: আজকাল