লিটনের মুখে এমন কথা শুনতে ভালো লাগে: ম্যাকেঞ্জি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২০, ০৫:৩৭ এএম
সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজে অন্যরকম লিটন দাসকে দেখল বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে অপরাজিত ১২৬ রান ও তৃতীয় ওয়ানডেতে ব্যক্তিগত সর্বোচ্চ ১৭৬ রানের ইনিংস খেলেছিলেন লিটন।
একই ধারাবাহিকতা ছিল টি-টোয়েন্টিতেও। ৫৯ আর অপরাজিত ৬০ রানের ইনিংস উপহার দিয়েছিলেন তিনি।
হঠাৎ কীভাবে এত পরিণত হয়ে উঠলেন লিটন? সে প্রশ্নে তিনি জানিয়েছিলেন– আগের মতো মাঠে নেমেই শট খেলার প্রবণতা তার কমেছে। উইকেটের আচরণ, বলের গতি সব কিছু আগে আয়ত্তে নেয়ার চেষ্টা করেন। কিছু কিছু জায়গায় লাগাম টেনেই সাফল্য পাচ্ছেন তিনি।
লিটনের এ পরিবর্তন ও তার দুর্দান্ত সাফল্যে বেশ খুশি টাইগারদের ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি।
সম্প্রতি ক্রিকইনফোর সঙ্গে এক সাক্ষাৎকারে দক্ষিণ আফ্রিকার এই ব্যাটিং কোচ বলেন, লিটনের মুখে এমন কথা শুনতে ভালো লাগে। আন্তর্জাতিক ক্রিকেটটা তরুণদের জন্য কঠিন জায়গা। লিটন নির্বাচকদের আস্থার প্রতিদান দিয়েছে। সে এখন ধারাবাহিক পারফরমার। তার মধ্যে পরিপক্বতা এসেছে।
ম্যাকেঞ্জি আরও বলেন, লিটন প্রথম থেকেই খুবই প্রতিভাবান। তবে সে শট খেলতে খুব পছন্দ করে, যা পরিস্থিতি অনুযায়ী সবসময় পারা যায় না। শট নির্বাচনে খেলোয়াড়কে চতুর হতে হবে। এখন দেখে মনে হচ্ছে সে বিষয়টি বুঝতে পেরেছে। সে দলে তার দায়িত্ব সম্পর্কে জানে। দিনে দিনে সে বিচক্ষণ খেলোয়াড় হয়ে উঠছে। আসলে আন্তর্জাতিক ক্রিকেটটাই হলো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয়া। একেক জায়গায় একেক খেলোয়াড়ের বিপক্ষে খেলার ধরন পরিবর্তন। আমার মনে হচ্ছে লিটন তার খেলায় তেমন কিছু খুঁজে পেয়েছে।