
প্রিন্ট: ০৯ এপ্রিল ২০২৫, ০৪:১১ পিএম
লিগ বাতিল হলে নিজেকে ‘অভিশপ্ত’ মনে করবেন সালাহ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২০, ০১:২৭ পিএম

আরও পড়ুন
করোনাভাইরাসের প্রভাবে থমকে গেছে বিশ্ব ক্রীড়াঙ্গন। মাঠে গড়াচ্ছে না একটি বলও। আবার কবে খেলোয়াড়রা মাঠ দাপিয়ে বেড়াবেন সে বিষয়টিও অনিশ্চিত।
এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি দুশ্চিন্তা আর হতাশায় পড়েছে ইউরোপের অন্যতম ফুটবল ক্লাব লিভারপুল।
কেননা জুলাই পর্যন্ত ফুটবল পিছিয়ে গেলে স্থগিত ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের মৌসুমই বাতিল হয়ে যাবে।
আর তখন নিশ্চিত শিরোপা থেকে বঞ্চিত হবে ক্লাবটি। আর মাত্র দুটি জয় হলেই ৩০ বছর পর শিরোপার স্বাদ পেত লিভারপুল।
বিষয়টি একেবারেই মানতে পারছেন না লিভারপুলের সেরা খেলোয়াড় মোহামেদ সালাহ। লিগ বাতিল হলে নিজেকে অভিশপ্ত মনে করবেন তিনি। এমনটিই মনে করছেন সালাহর মিসরীয় ক্লাবের সাবেক অধিনায়ক মোহামেদ আল আকাবাউ।
কেননা সালাহর ক্যারিয়ারে এর আগেও লিগ বাতিলের ঘটনা ঘটেছে।
এ বিষয়ে মোহামেদ আল আকাবাউ জানিয়েছেন, এটি নিশ্চিত যে, দ্বিতীয়বারের মতো লিগ বাতিলের অভিজ্ঞতা পেলে সালাহ নিজেকে অভিশপ্ত মনে করবে।
এর ব্যাখ্যা তিনি বলেন, সালাহ এখন বার্সেলোনার মেসি হয়ে উঠেছেন। লিভারপুল এবং এর সমর্থকদের কাছে তিনি এখন একজন আইকন। দলটিকে ৩০ বছর পর শিরোপা এনে দিচ্ছিলেন। তার ছোঁয়ায় দুর্দান্ত ফর্মে ছিলেন ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। এমন সময়ে এসে লিগ বাতিল হলে আমি নিশ্চিত সালাহ মুষড়ে পড়বে।
যদি আগের লিগ বাতিলের অভিজ্ঞতা এবারের চেয়ে একেবারেই উল্টো বলে জানান আকাবাউ।
তিনি বলেন, ওই মৌসুমটা বাতিল করায় সালাহ ও তার দল আল মোকাওলুনের জন্য সেরা সিদ্ধান্ত ছিল। কারণ দল যদি অবনমিত হয়ে যেত, তা হলে সালাহর প্রতিভা ক্ষতির মুখে পড়ে যেত। তবে এবার ইউরো চ্যাম্পিয়নস লিগ বাতিল হলে বড় ক্ষতি হয়ে যাবে সালাহর।
উল্লেখ্য, ২০১২ সালে মিসরের পোর্ট সাঈদ স্টেডিয়াম ট্র্যাজেডির সময় ফুটবল হুলিগানদের আক্রমণে অন্তত ৭৪ জনের মৃত্যু হয়, আহত হন আরও এক হাজারের বেশি মানুষ।
সেই ঘটনায় সেবার লিগ বাতিল হয়ে যায় এবং দুবছরের জন্য নিষিদ্ধ করা হয় মিসরের ঘরোয়া লিগ।
এতে সালাহর কপাল খুলে যায়। বাসেল, চেলসি, ফিওরেন্টিনা এবং রোমার হয়ে খেলে যোগ দেন ইংলিশ ক্লাব লিভারপুলে। এখন তাকে মিসরের ঈগল বলে চেনে সবাই।
তথ্যসূত্র: দ্য সান