বাংলাদেশের ব্যাটসম্যানরা বাউন্সারকে অহেতুক ভয় পায়: মোহাম্মদ সামি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২০, ১০:১৯ পিএম
ভারতীয় তারকা পেস বোলার মোহাম্মদ সামি বলেছেন, বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা বাউন্সারকে অহেতুক ভয় পায়। ভয়ের কারণেই তারা নিজেদের উইকেট হারায়।
সামাজিক যোগাযোগের মাধ্যম ইন্সটাগ্রাম লাইভে টেস্টের গোলাপি বলে বাংলাদেশের ব্যাটসম্যানদের বাউন্সার ভীতি নিয়ে কথা বলেন সামি। তিনি বলেন, বাংলাদেশের ব্যাটসম্যানরা বাউন্সারকে অহেতুক ভয় পেয়েছিল, যে কারণে তারা আউট হয়েছে। ভালো ব্যাটসম্যান হতে হলে বাউন্সারকেও ভালোভাবে মোকাবেলা করা শিখতে হবে।
গত বছরের নভেম্বরে কলকাতার ইডেন গার্ডেনে দিবারাত্রির টেস্ট বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য রীতিমতো বিভীষিকা হয়ে ওঠে। গোলাপি বলে টাইগারদের জন্য রীতিমতো ত্রাস সৃষ্টি করেন ভারতীয় পেসাররা। ম্যাচটি ইনিংস ও ৪৬ রানের ব্যবধানে হারে বাংলাদেশ।
ইডেনে ওই টেস্টের প্রথমদিন বাংলাদেশ দলের লিটন দাস ও নাঈম হাসান আঘাত পান মোহাম্মদ সামির বাউন্সারে। ইশান্ত শর্মার বাউন্সারে মাথায় আঘাত পান মোহাম্মদ মিঠুন। উমেশ যাদবের বাউন্সারেও কাবু হন সফরকারী ব্যাটসম্যানরা।
প্রথম ইনিংসে বাংলাদেশ মাত্র ১০৬ রানে অলআউট হয়ে যায়। দুই অঙ্কের ফিগার রান করতে পারেন মাত্র তিনজন ব্যাটসম্যান। চার ব্যাটসম্যান আউট হন শূন্য রানে। দ্বিতীয় ইনিংসে ১৯৫ রানের মধ্যে প্রথম ১৩ রানেই চার উইকেট পড়ে যায়। ভারতীয় পেসাররা দুই ইনিংসে তুলে নেন ১৯ উইকেট।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া