
স্পট ফিক্সিংয়ের দায়ে ক্যারিয়ার শেষ হয়ে যায় পাকিস্তান দলের সাবেক অধিনায়ক সালমান বাটের। সেই বাটই এবার পাকিস্তান দলের ক্রিকেটারদের সততা নিয়ে প্রশ্ন তুললেন। জোর গলায় বললেন, ক্রিকেটে সততা নিয়ে দেশটির কোনো ক্রিকেটার যেন কিছু না বলেন।
কয়েক দিন আগে শহীদ আফ্রিদিসহ বেশ কজন সাবেক ও বর্তমান পাক ক্রিকেটার দাবি তুলেন, দুর্নীতির সঙ্গে জড়িত খেলোয়াড়দের চিরনির্বাসনে পাঠানো হোক।
ধারণা করা হচ্ছে, বাটের এ বিস্ফোরক মন্তব্যের টার্গেট সেই প্রতিবাদী ক্রিকেটাররাই।
২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ের অভিযোগে দোষী সাব্যস্ত হন বাট। এ জন্য পাঁচ বছর নির্বাসিত ছিলেন তিনি। পাকিস্তানি স্টাইলিশ এ ওপেনার বলেন, বুঝতে পারছি না, সেই বিষয়টি নিয়ে সবাই নিজের মত দিচ্ছেন কেন?
বাটের মতে, এ প্রসঙ্গে একমাত্র কথা বলার অধিকার রয়েছে আইসিসি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)।
তিনি বলেন, অতীতে অনেক ক্রিকেটার দল থেকে বাদ পড়েছেন। পরে ভালো পারফরম্যান্স না করেও আকস্মিকভাবে দলে ফিরেছেন। তার প্রশ্ন– এ ঘটনাগুলো কী দুর্নীতি নয়? পাকিস্তান ক্রিকেটে কে সৎ? দুর্নীতি নিয়ে কেউ যেন কথা বলতে না আসেন।
বাট যোগ করেন, শাস্তি পাওয়ার অর্থ সংশ্লিষ্ট ক্রিকেটার নতুনভাবে সব কিছু শুরু করবে। অন্যদের মতোই তার সঙ্গে ব্যবহার করা যায়। ভালো না খেলেও অনেকে তেলেসমাতি করে দলে ঢুকে। সেটি কি অপরাধ নয়? আরেকটি প্রশ্ন ছুড়ে দেন বাঁহাতি ব্যাটসম্যান।
তথ্যসূত্র: আনন্দবাজার