শহীদ আফ্রিদি। ফাইল ছবি
পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি সর্বকালের সেরা একাদশ বাছাই করেছেন। ৪০ বছর বয়সী ‘বুম বুম’ খ্যাত আফ্রিদির সেরা একাদশের পাঁচজনই পাকিস্তানের।
আফ্রিদি তার সেরা একাদশে ওপেনার হিসেবে রেখেছেন পাকিস্তানের কিংবন্তি ব্যাটসম্যান সাইদ আনোয়ার ও ইনজামাম-উল-হককে। উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে বাছাই করেছেন রশিদ লতিফকে। পেস বোলিংয়ের জন্য আফ্রিদি রেখেছেন ওয়াসিম আকরাম ও সর্বকালের সেরা পেসার শোয়েব আখতারকে।
আফ্রিদির বাছাই করা দলে রয়েছেন অস্ট্রেলিয়ান চারজন তারকা ক্রিকেটার তারা হলেন- অস্ট্রেলিয়ার অন্যতম সফল অধিনায়ক রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্ট, গ্লেন ম্যাকগ্রা এবং শেন ওয়ার্নের মতো কিংবদন্তি স্পিনার।
পাকিস্তানের সাবেক অধিনায়ক আফ্রিদির সেরা একাদশে জায়গা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিস। ক্রিকেট ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে শততম সেঞ্চুরি করা ভারতীয় সাবেক অধিনায়ক শচীন টেন্ডুলকার।
আফ্রিদির সেরা একাদশে নেই বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি, স্টিভ স্মিথ ও কেন উইলিয়ামসনের মতো প্রতিভাবান ব্যাটসম্যানরা।
শহীদ আফ্রিদির সর্বকালের সেরা একাদশ:সাইদ আনোয়ার, অ্যাডাম গিলক্রিস্ট, রিকি পন্টিং, শচীন টেন্ডুলকার, ইনজামাম-উল-হক, জ্যাক ক্যালিস, রশিদ লতিফ (উইকেটকিপার), ওয়াসিম আকরাম, গ্লেন ম্যাকগ্রা, শোয়েব আখতার ও শেন ওয়ার্ন।