Logo
Logo
×

খেলা

করোনায় খেলোয়াড়দের করণীয় জানালেন মনোবিদ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০, ১০:০৬ পিএম

করোনায় খেলোয়াড়দের করণীয় জানালেন মনোবিদ

করোনাভাইরাসের এই সংকট মুহূর্তে সব খেলা বন্ধ। খেলা বন্ধ হওয়ায় স্বভাবতই খেলোয়াড় এখন ঘরবন্ধি। এই অবসর সময়ে খেলোয়াড়দের করণীয় জানালেন বিশিষ্ট মনোবিদ আলী আজহার খান। 

আলী আজহার বলেন, আমরা ব্যস্ততার কারণে অধিকাংশ সময় ঘরের বাইরে থাকি। বাসায় আসি শুধু ঘুমানোর জন্য। এই সময়টা কাজে লাগাতে পারি পরিবারের জন্য। পরিবারের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করা যেতে পারে। ক্রীড়াবিদদের জন্য পরিবারকে সময় দেয়ার সুযোগ এটা।  

এই মনোবিদ আরও বলেন, রোনাভাইরাস আমাদের ঘরে থাকতে বাধ্য করছে, সবাই ভুক্তভোগী। সেভাবেই আমাদের থাকতে হবে। আমাদের ওপর সব সময় বিপর্যয় নেমে আসে। প্রাকৃতিক, রাজনৈতিক বা অর্থনৈতিক সমস্যা হয়। কিন্তু আমরা তা কাটিয়ে উঠি। এবারের সমস্যাটা সবার। এটাও কাটিয়ে উঠতে পারব আমরা।

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম