Logo
Logo
×

খেলা

করোনায় আক্রান্ত অলিম্পিকে সোনাজয়ী সাঁতারু

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২০, ০৬:৩৬ পিএম

করোনায় আক্রান্ত অলিম্পিকে সোনাজয়ী সাঁতারু

ক্যামেরণ ফান ডার বার্গা। ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০১২ সালে লন্ডন অলিম্পিকে সাঁতারে সোনাজয়ী দক্ষিণ আফ্রিকার অ্যাথলেট ক্যামেরন ফান ডার বার্গা। ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি। 

২০১৮ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জেতার পর অবসর নেন অলিম্পিকে সোনাজয়ী এই সাঁতারু। ৩১ বছর বয়সী এই দক্ষিণ আফ্রিকার সাঁতারু বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত। 

নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে ক্যামেরুন লিখেছেন, ১৪ দিন ধরে কোভিড-১৯-এ আক্রান্ত। আমার বয়স কম, আমার ফুসফুস এবং হৃদযন্ত্র অনেক মজবুত (ধূমপান করি না) তারপরও এই ভাইরাস আমার দেখা সবচেয়ে মারাত্মক ভাইরাস।

অলিম্পিকে সোনাজয়ী এ সাঁতারু আরও লেখেন, করোনাভাইরাসে আক্রান্ত হলে শরীরের ওপর ব্যাপক প্রভাব পড়ে। যদি কোনো অ্যাথলেট এই ভাইরাসে আক্রান্ত হন তাহলে তার শারীরিক ক্ষমতা হ্রাস পায়। এতদিন ধরে পরিশ্রম করে যে শারীরিক সক্ষমতা হয়েছে করোনা আক্রান্ত হওয়ার কারণে সেটা নষ্ট হতে বেশি সময় লাগে না।

সূত্র: জি নিউজ

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম