কখনও যদি অলৌকিক কোনো ক্ষমতা পান তাহলে প্রতি বলে ছক্কা হাঁতাতে চান বাংলাদেশ দলের নতুন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
শুক্রবার ৩১তম জন্মদিন ছিল তামিম ইকবালের। বাংলাদেশ দলের অন্যতম সেরা এ ক্রিকেটারের জন্মদিন উপলক্ষ্যে একটি বিশেষ সাক্ষাৎকার নিয়েছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো।
সেই সাক্ষাৎকারে, অলৌকিক ক্ষমতা পেলে কী করবেন। এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ সেরা ওপেনার তামিম ইকবাল বলেন, এমন সুযোগ পেলে প্রতি বলেই ছক্কা হাঁকাতে চেষ্টা করব।
ছক্কা হাঁকানোর সেরা উপায় কী? এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ সেরা এ ওপেনার বলেন, শতভাগ নিশ্চিত হয়ে শট খেলা।
দেশের হয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সবমিলে ৩৪৩ ম্যাচে ১৭১টি ছক্কা হাঁকান তামিম। নিজের ক্যারিয়ারের সেরা ছক্কা প্রসঙ্গে বলেন, ২০০৭ সালের বিশ্বকাপে ভারতীয় তারকা পেসার জহির খানকে যে ছয়টি মেরেছিলাম সেটাই আমার সেরা ছক্কা।
ক্রিকেট সম্পর্কে ধারণা নেই এমন কাউকে কীভাবে ক্রিকেট বোঝাবেন। এমন প্রশ্নের জবাবে দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ১৩ হাজার ৩৬৫ রান সংগ্রহ করা এ ওপেনার বলেন, যদি যুক্তরাষ্টে থাকি, বেসবলের সঙ্গে এর তুলনা করব এবং তাদের বোঝানোর চেষ্টা করব।