Logo
Logo
×

খেলা

শফিউল ইসলামের বাবা আর নেই

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২০, ০৫:৪৭ পিএম

শফিউল ইসলামের বাবা আর নেই

শফিউল ইসলাম। ফাইল ছবি

না ফেরার দেশে চলে গেছেন জাতীয় দলের তারকা পেসার শফিউল ইসলামের বাবা জাহিদুর রহমান। মঙ্গলবার দুপুর ৩.৫ মিনিটে   চিকিৎসাধীন অবস্থায় মিরপুরে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে  মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় দলের তারকা পেসার শফিউল ইসলাম যুগান্তরকে বলেন, আব্বা দীর্ঘদিন ধরেই লান্স সমস্যায় ভুগছিলেন। অবস্থা খারাপ হওয়ায় হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু লাইফ সাপোর্টে থাকা অস্থায় সোমবার তিনি হার্ট অ্যাটাক করেন। মঙ্গলবার ৩টা  ৫ মিনিটে বাবা শেষনিঃশ্বাস ত্যাগ করেন। 

জিম্বাবুয়ের বিপক্ষে সিলেটে সবশেষ ওয়ানডে সিরিজ চলা অবস্থায় অসুস্থ হয়ে পড়েছিলেন শফিউল ইসলামের বাবা জাহিদুর রহমান। এরপর গত দুই সপ্তাহ মিরপুর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বাবার অসুস্থতার খবরে সিলেট থেকে দ্বিতীয় ওয়ানডে খেলেই ঢাকায় ফিরে আসেন শফিউল।

গত চারদিন ধরেই শফিউলের বাবা লাইফ সাপোর্টে ছিলেন। এই অবস্থাতেই সোমবার তিনি হার্ট অ্যাটাক করেন। এরপর অবস্থার আরও অবনতি হলে মঙ্গলবার বেলা ৩টার দিকে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স হয়ছে ৬৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে রেখে গেছেন। 

শফিউল ইসলাম জানান, বুধবার বাদ জোহর বগুড়ায় নিজ বাড়িতে বাবার দাফন সম্পন্ন হবে। 
শফিউলের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় দলের সতীর্থ ক্রিকেটাররা।

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম