Logo
Logo
×

খেলা

ক্রীড়ামহলে আলোচনায় রফিক ও আফতাব

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২০, ০৬:১১ এএম

ক্রীড়ামহলে আলোচনায় রফিক ও আফতাব

জাতীয় দলের সাবেক তারকা রফিক ও আফতাব

করোনাভাইরাস আতঙ্কে দর্শকশূন্য গ্যালারি থাকলেও থেমে নেই ঢাকা প্রিমিয়ার লিড (ডিপিএল)।

ব্যাটে-বলে দারুণ লড়াই জমেছে সেখানে।  শিরোপার হাতছানিতে নিজেদের উজার করে দিচ্ছেন অংশ নেয়া ১২ দলের খেলোয়াড়রা।

এদের মধ্যে দুটি দলের ওপর বেশ আস্থা রাখছেন ক্রিকেটপ্রেমীরা।  দল দুটি হলো - লিজেন্ডস অব রূপগঞ্জ ও শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।

এর পেছনে খেলোয়াড়দের সাফল্যের পাশাপাশি দুই দলের কোচের নাম উচ্চারিত হচ্ছে। তারা দুজনেই জাতীয় দলের সাবেক তারকা।

লিজেন্ডস অব রূপগঞ্জের দায়িত্বে রয়েছেন এক সময়ের হার্ডহিটার ব্যাটসম্যান আফতাব আহমেদ এবং শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের দায়িত্ব পেয়েছেন সাবেক স্পিনার মোহাম্মদ রফিক, যাকে ছাড়া এক সময় জাতীয় দল কল্পনাই করা যেত না।

গত বছরও রূপগঞ্জের কোচ ছিলেন আফতাব।  আর তার হাত ধরেই দলটি সেবার রানার্সআপ হয়েছিল। তাই এবারও আফতাবের ওপর আস্থা রেখেছে দলের মালিকপক্ষ।

এদিকে অভিজ্ঞতায় টইটুম্বর মোহাম্মদ রফিকের ওপর ভর করে স্বপ্ন দেখছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। দলের খেলোয়াড়দের থেকে পারফর্ম নিংড়ে বের করবেন তিনি। দলকে ফাইনালের দিকে নিয়ে যাবেন।

সে মর্মে মোহাম্মদ রফিকের সাহায্যার্থে রয়েছেন জাতীয় দলের সাবেক পেসার তারেক আজিজ।

সবমিলিয়ে ১২ দলের মধ্যে আফতার ও রফিক এই দুই তারকা কোচের দল দুটোর দিকেই বেশি থাকিয়ে ক্রিকেটবোদ্ধারা।

এদিবে বরাবরের মতো এবারও গাজী গ্রুপের কোচের দায়িত্বে রয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন।

অন্যদিকে শক্তিশালী প্রতিপক্ষ মোহামেডান স্পোর্টিং ক্লাবের হেড কোচের দায়িত্ব পেয়েছেন সোহেল ইসলাম।

তবে আগেরবারের সাফল্য ধরে রাখতে কোচ বদলায়নি আবাহনী লিমিটেড। জাতীয় দলের সাবেক অলরাউন্ডার খালেদ মাহমুদ সুজনকেই কোচ হিসাবে থাকছেন।

গত মৌসুমে সুজনের প্রশিক্ষণেই ফাইনালে আফতাবের রূপগঞ্জকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল আবাহনী।

এবারও তেমনটাই আশা করা হচ্ছে।  আজ মুশফিক ঝলমলে ১২৭ রানের এক ইনিংসে পারটেক্সকে বড় টার্গেট ছুড়ে দিয়েছে আবাহনী।   

তথ্যসূত্র: বিডিক্রিকটাইম

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম