Logo
Logo
×

খেলা

টাইগারদের আসল চ্যালেঞ্জ সামনে: সুমন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২০, ১০:০৫ পিএম

টাইগারদের আসল চ্যালেঞ্জ সামনে: সুমন

সদ্য শেষ হওয়া টানা তিন সিরিজে দাপুটে ক্রিকেট খেলে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ দল। টাইগারদের এ জয় নিয়ে জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, কোনো জয়কেই ছোট করে দেখার উপায় নেই। বিশেষ করে জিম্বাবুয়ের বিপক্ষে যেভাবে খেলেছে বাংলাদেশ, সেটা সামনে বড় সিরিজে কাজে দেবে।

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে ইনিংস ও ১০৬ রানে জয় পায় বাংলাদেশ। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে টাইগাররা। এরপর দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়েকে ২-০তে মগজধোলাই করে স্বাগতিক বাংলাদেশ। 

টাইগারদের এমন নজড় কাড়া পারফরম্যান্সের পর জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন বৃহস্পতিবার মিরপুরে বলেন, টানা এই জয়ে ক্রিকেটাদের মানসিকতা গড়ে তোলা বড় ব্যাপার। ছেলেরা যেভাবে খেলেছে তাতে নিশ্চয়ই দৃঢ় মানসিকতা তৈরি হয়েছে। আশা করছি সামনের চ্যালেঞ্জও ছেলেরা ভালো করবে।

আগামী মাসে একটি ওয়ানডে ও একটি টেস্ট ম্যাচ খেলতে পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। এরপর জুনে দুটি টেস্ট খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া।

জুলাই-আগস্টে শ্রীলংকা সফর আর অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়া হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। হাবিবুল বাশার সুমনের বিশ্বাস ঘরের মাঠে সদ্য শেষ হওয়া পারফরম্যান্সের ধারাবাহিকতা সামনের সিরিজে অব্যাহত রাখবে টাইগাররা। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম