Logo
Logo
×

খেলা

ইংল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজ খেলবেন টাইগাররা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২০, ০৪:২৮ এএম

ইংল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজ খেলবেন টাইগাররা

ইংল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। তবে ইংলিশদের বিপক্ষে নয়। আইসিসি এফটিপি অনুযায়ী, আগামী মে মাসে টাইগারদের বিপক্ষে হোম সিরিজ রয়েছে আয়ারল্যান্ডের। সেটিই ইংল্যান্ডের মাঠে খেলবেন আইরিশরা।

সিরিজে চারটি ম্যাচ খেলবে আয়ারল্যান্ড-বাংলাদেশ। সোমবার ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই) বিষয়টি নিশ্চিত করেছে। দেশটির বোর্ড জানিয়েছে, এ সিরিজের ভেন্যু হচ্ছে ইংল্যান্ড। এ বিষয়ে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন তারা।

সিআইপ্রধান নির্বাহী ওয়ারেন ডিওট্রোম বলেন, ইসিবি আমাদের পূর্ণ সমর্থন দিয়েছে। প্রতিটি ম্যাচের ভেন্যু নির্ধারণ করে দিয়েছে। এ জন্য তাদের কাছে কৃতজ্ঞ আমরা। ইংল্যান্ডের মনোরম পরিবেশে চোখধাঁধানো সব মাঠে খেলা হওয়াটা দারুণ ব্যাপার হবে।

অপরদিকে ইসিবিপ্রধান নির্বাহী টম হ্যারিসন বলেন, ক্রিকেট বিনোদনমূলক গেম। তাই এটি বিশ্বজুড়ে ছড়িয়ে দেয়া উচিত। এ ক্ষেত্রে সহযোগিতা করতে চায় ইংল্যান্ড। আয়ারল্যান্ড-বাংলাদেশ দলকে স্বাগত জানাতে প্রস্তুত আমরা।

তিনি বলেন, গোটা বিশ্বে খেলাটির সুরক্ষা এবং উন্নতিতে সহায়তা করতে উদগ্রীব আমরা। আয়ারল্যান্ডকে এ সিরিজ আয়োজন করতে দিয়ে উচ্ছ্বসিত। আসন্ন গ্রীষ্মে দারুণ কিছু ম্যাচ হবে। আইরিশ-টাইগারদের স্বাগত জানাতে আমাদের তর সইছে না।

আয়ারল্যান্ড-বাংলাদেশ সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে ২২ মে, ওভালে। বাকি তিন ম্যাচ হবে যথাক্রমে ২৪ মে সেলমসফোর্ড, ২৭ মে ব্রিস্টল এবং ২৯ মে এজবাস্টনে। এর আগে বেলফাস্টে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে দুদল।  

তথ্যসূত্র: আইরিশ টাইমস/নিউজটক।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম