Logo
Logo
×

খেলা

জয় দিয়ে শেষ হয়েছে, এটা ভালো লাগছে: মাশরাফি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২০, ০৮:১১ এএম

জয় দিয়ে শেষ হয়েছে, এটা ভালো লাগছে: মাশরাফি

নিজের ৫০তম জয় দিয়ে অধিনায়কত্ব শেষ করলেন ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত মাশরাফি মর্তুজা। ‘ধন্যবাদ ক্যাপ্টেন’। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তখন ঝরছে শুধু আবেগ।

পরবর্তী অধিনায়ক মাশরাফির শেষ সংবাদ সম্মেলনে ঝরে পড়ে শুধু আবেগ। ক্যাপ্টেন কেমন লাগছে? এমন প্রশ্ন দিয়েই শুরু সংবাদ সম্মেলন। 

উত্তরে মাশরাফি বললেন, অসম্ভব ভালো।  কারণ অনেক বড় দায়িত্ব ছিল। যেটা কমে গেলো। সাধারণত এ সময়ে কারও ভালো লাগে, কারও খারাপ লাগে। আমার দুটো মনে হচ্ছে। নিজের কাছে ভালো লাগার কারণ অধিনায়ক হিসেবে একটি ভালো জায়গায় শেষ করতে পেরেছি। আর জয় দিয়ে শেষ হয়েছে, এটাও ভালো লাগছে।

জয়ের বিশাল ক্যানভাসে আনন্দের রঙ ছড়ানো তামিম-লিটন মাশরাফি বলেন, আমার দুজন খেলোয়াড়ের খেলা ভালো লাগে, বিরাট কোহলি আর লিটন দাস। লিটন অনেকে ভালো খেলে। সে শুধু উইকেটে থেকে খেলে, তা নয়, পরিকল্পনা পরিবর্তন করতে পারে। উইকেটে থাকতে পারে। লিটন বড় ইনিংস খেলতে পারে। আমার বিশ্বাস এটা সে ধরে রাখতে পারবে। আর তামিম অবশ্যই ভালো খেলোয়াড়। সাত হাজার রানের ক্লাবে পৌঁছেছে। আরও করবে। যারা ফর্ম ধরে রাখছে, তারা ব্যাট করবে।

নতুন অধিনায়ককে কীভাবে দেখতে চান, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, একজন অধিনায়কের প্রচুর কাজ। খেলোয়াড়দের খুবই ডিস্টার্ব হয় পারিবারিকসহ বিভিন্ন দিক থেকে। যেটা ওর পছন্দ না, সেটা বারবার সামনে আসতে পারে। কোচের সঙ্গে সমন্বয় না হতে পারে। ফিটনেসে সমস্যা থাকতে পারে। সে সময় একজন অধিনায়ক পাশে থাকে। পুরো টিমের দায় দায়িত্ব নেয়। যে যতোই খারাপ করুক, খারাপ বলুক। অধিনায়ক সব সময়ই কাঁধে দায়িত্বটা তুলে নেন।

আরও বলেন, অধিনায়ক হিসেবে নতুন যিনি আসবেন, তার চিন্তা চেতনাকে তিনগুণ বেশি বাড়াতে হবে। কেননা, জেতা অনেক সহজ। হারলে বোর্ড, মিডিয়া সবকিছুকে ক্যারি করতে হবে।

একজন সফল অধিনায়ক হওয়ার বিষয়ে তিনি বলেন, অধিনায়কত্বের মূল কারণ ৫০টা জয়ই। তাছাড়া নিজেকে কখনও আলাদা করে মূল্যায়ন করিনি।

সবশেষে বৃষ্টির দিনে মাঠে এসে খেলা দেখা ও সাপোর্ট দেয়ার জন্য দর্শকদের ধন্যবাদ জানান বিদায়ী অধিনায়ক। বিদায় লগ্নে সংবাদ সম্মেলন উপস্থিত শত সংবাদকর্মী করতালির মাধ্যমে তার প্রতি শুভ কামনা জানান। শেষবারের মতো অটোগ্রাফ নেন সংবাদকর্মীরাও।

লিটন দাস ও তামিম ইকবালের ২৯২ রানের বিশ্ব রেকর্ড গড়া জুটির ম্যাচে হোয়াইটওয়াশ জিম্বাবুয়ে ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ খেলায় শুক্রবার ১২৩ রানের ব্যবধানে জয় পায় বাংলাদেশ। এই জয়ে ৩-০ ব্যবধানে ট্রফি নিশ্চিত করে টাইগাররা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম