Logo
Logo
×

খেলা

জিম্বাবুয়ে একাদশে ফিরছেন উইলিয়ামস-আরভিন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২০, ০১:০৮ এএম

জিম্বাবুয়ে একাদশে ফিরছেন উইলিয়ামস-আরভিন

প্রথম ওয়ানডেতে দুই অভিজ্ঞ ব্যাটসম্যান শন উইলিয়ামস ও ক্রেইগ আরভিনকে পায়নি জিম্বাবুয়ে। ওই ম্যাচের দিন দলের সঙ্গে যোগ দেন উইলিয়ামস। আর অসুস্থ থাকায় ছিলেন না আরভিন।

নিরুপায় হয়ে তাই ব্যাটিং কোচ স্টুয়ার্ট মাতসেকেনেরিকে ১৬ সদস্যের স্কোয়াডে রাখেন তারা। সেদিন বাংলাদেশের কাছে স্রেফ উড়ে যান সফরকারীরা। টাইগারদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মঙ্গলবার সিলেটে খেলতে নামছেন তারা।

ঘুরে দাঁড়াতে এবার সেরা একাদশ পাচ্ছে জিম্বাবুয়ে। গেল রোববার প্রথম ম্যাচে একই ভেন্যুতে ৩২১ রানের পাহাড় গড়ে বাংলাদেশ।  জবাবে মাত্র ১৫২ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। তাই সিরিজ বাঁচাতে হলে এদিন জয়ের বিকল্প নেই তাদের।

সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেন জিম্বাবুইয়ানরা। এর এক ফাঁকে উইলিয়ামস বলেন, আমি ও আরভিন ফেরায় কিছুটা উদ্দীপনা পাবে আমাদের দল।  এক ম্যাচে পিছিয়ে থাকা আজকাল মানসিক দিক দিয়ে কঠিন পরিস্থিতি। ওই দিনটি সবদিক থেকেই ছিল হতাশার। সামনে এগোতে আসন্ন ম্যাচের পরিকল্পনাটা আসল।

তিনি বলেন, আশা করছি– আমি দলে অনেক উদ্দীপনা, নির্ভার ভাব নিয়ে আসতে পারব। আরভিন আছে, সে খেলার জন্য ফিট। টেলর আর রাজা আমাদের দলের গুরুত্বপূর্ণ সদস্য। আমি মনে করি, তারা ভালো ভূমিকা পালন করবে। তাদের জ্বলে ওঠাও আমাদের জন্য ভীষণ দরকার।

প্রথম ম্যাচে অনবদ্য সেঞ্চুরি হাঁকিয়েছেন লিটন দাস। তার ১২৬ রানের ইনিংসের পাশে জিম্বাবুয়ে গোটা দলই করতে পেরেছে ১৫২।  

উইলিয়ামস বলেন, আমরাও কারো বড় ইনিংসের দিকে তাকিয়ে আছি। আমার মনে হয় না এটি মানসিক ব্লকের ব্যাপার। সাধারণ ব্যাপারগুলো ঠিকমতো করতে পারলেই আমরা রান পাব। বাংলাদেশের ব্যাটসম্যানরা সেঞ্চুরি পাচ্ছে। আমাদের শতক পাওয়াটা ভীষণ দরকার।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম