‘ভালো ব্যাটসম্যানের যে কোয়ালিটি থাকতে হবে’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৩২ এএম
ফুটবলের মতো ক্রিকেট বিশ্বে অতটা জনপ্রিয় নয়। হাতেগোনা কিছু দেশ ক্রিকেট খেলছে। যদিও দিন দিন ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ছে।
ক্রিকেটের এ জনপ্রিয়তা বাড়াতে হলে বোলারদের পাশাপাশি ব্যাটসম্যানদেরও কোয়ালিটি সম্পন্ন হতে হবে। একজন আদর্শ ব্যাটসম্যানের যে কোয়ালিটি থাকা উচিত তা নিয়ে কথা বলেছেন ভারতের সাবেক কোচ জন রাইট।
নিউজিল্যান্ডের কিংবদন্তি এ ক্রিকেটার বলেন, একজন ব্যাটসম্যানকে গ্রেট হতে হলে তার ব্যাটিংয়ে বৈচিত্র্য থাকতে হবে। তার মধ্যে সহজাত উপাদান মজুদ থাকতে হবে। বিভিন্ন কন্ডিশনে ওকে সফল হতে হবে।
বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের এ তারকা ব্যাটসম্যানের উদাহরণ টেনে জন রাইট বলেন, কেন উইলিয়ামসন এমন একজন ব্যাটসম্যান যে মাঠে নেমে নিমিষের মধ্যে ৪০ রান করে ফেলতে পারে। আপনি বুঝতেই পারবেন না কখন ও এ রানগুলো করল। একজন ভালো ব্যাটসম্যানের এটিও একটি কোয়ালিটি।
নিউজিল্যান্ড সফরে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের সিরিজের প্রথম খেলায় ১০ উইকেটের ব্যবধানে হেরে যায় ভারত।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনে দুই ইনিংসে বিরাট কোহলিদের ১৬৫ ও ১৯১ রানে অলআউট হতে দেখে হতাশ সাবেক কোচ জন রাইট। তিনি বলেন, ভারতকে দেখে মনে হয়েছে বিকল্পহীন। নতুন ওপেনিং কম্বিনেশন ও মিডল অর্ডারকে খুব একটা ভালো মনে হয়নি। ব্যর্থতা গোছাতে হলে ভারতীয় ক্রিকেটারদের আরও বেশি দায়িত্বশীল হতে হবে।