Logo
Logo
×

খেলা

দ্রাবিড়পুত্রের আরেকটি দুরন্ত ইনিংস

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২০, ০২:৫৪ পিএম

দ্রাবিড়পুত্রের আরেকটি দুরন্ত ইনিংস

ক্রিকেট মহলে শোরগোল, তবে কি তৈরি হয়ে গেছে সমিত। সে যে আর কেউ নয়, খোদ 'দ্য ওয়াল' রাহুল দ্রাবিড়ের পুত্র। তার ব্যাটিংয়ে বাবার মতোই পরিশ্রম, মনোযোগ ও ধারাবাহিকতা দেখে মুগ্ধ ক্রিকেট বিশেষজ্ঞরা।

স্কুল ক্রিকেটে জোড়া ডাবল ডাবল সেঞ্চুরির পর এবার শতক হাঁকিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে সমিত। ক্রিকেটপাড়ায় হইচই। বাবা ভারতীয় ক্রিকেট কিংবদন্তি দ্রাবিড়ের এক কাঠি ওপর দিয়ে যাচ্ছে সে!

মালিয়া অদিতি ইন্টারন্যাশনাল স্কুলের হয়ে বিদ্যাশিল্প একাডেমির বিরুদ্ধে মারমুখী ব্যাটিং করতে দেখা গেছে তাকে। সেকেন্ড ডিভিশনের বিটিআর শিল্ড অনূর্ধ্ব-১৪ গ্রুপ একের ম্যাচে রূদ্রমূর্তি ধারণ করে ও। 

১৩১ বলে ১৬৬ রানের ঝড়ো ইনিংস খেলে সমিত। ২৪ চারে দুরন্ত ইনিংসটি সাজায় সে। তার অনবদ্য ইনিংসে ৫ উইকেটে স্কোর বোর্ডে ৩৩০ রান তোলে মালিয়া অদিতি ইন্টারন্যাশনাল স্কুল। এর আগে দুটি দ্বিশতক রয়েছে এ স্কুলবয়ের।

পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ১৮২ রানে অলআউট হয় বিদ্যাশিল্প একাডেমি। নেপথ্যে সেই সমিত। দুর্দান্ত ব্যাটিংয়ের পর বল হাতেও প্রতিপক্ষের ওপর ছড়ি ঘোরায় সে। শিকার করে ৪ উইকেট।

খেলোয়াড়ি সময়ে ধারাবাহিকতা ও অ্যাকিউরেসিতে দ্রাবিড়ের ধারেকাছে ছিলেন না কোনো ক্রিকেটার। পরিসংখ্যানবিদরা জানাচ্ছেন, ২০০২ সালে পর পর ৪ ম্যাচে সেঞ্চুরি করেন তিনি। তন্মধ্যে ৩টি ছিল ইংল্যান্ডের মাটিতে। আর ২০০৩ সালে অস্ট্রেলিয়া এবং ২০০৪ সালে পাকিস্তান সফর মিলিয়ে মোট ৪ টেস্টে ৬১৯ রান করেন সাবেক ভারতীয় অধিনায়ক।

বাবার পথেই হাঁটছে সমিত। ২০১৯ সালের ডিসেম্বরে ইন্টার-জোনাল অনূর্ধ্ব-১৪ রাজ্য স্তরের ম্যাচে ২০১ রানের মহাকাব্যিক ইনিংস খেলে সে। এর পরের ম্যাচেও দ্বিশতরান করে ও। ধারাবাহিকতায় বাবার কাছে পৌঁছাচ্ছে দ্রাবিড়পুত্র বলে দাবি ক্রিকেট বিশ্লেষকদের।

তথ্যসূত্র: এনডিটিভি/ওয়ান ইন্ডিয়া।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম