Logo
Logo
×

খেলা

ট্রাম্পকে নিয়ে আইসিসির এ কেমন রসিকতা?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২০, ০১:১৭ এএম

ট্রাম্পকে নিয়ে আইসিসির এ কেমন রসিকতা?

শচীন টেন্ডুলকার নাকি 'শু-চিন'! ক্রিকেট আইকনের এহেন নামের বিকৃতি এর আগে কেউ কোনো দিন করেছেন কিনা, তা বলা দুষ্কর। তবে তিনি পেরেছেন! সেটিই করে দেখিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প!

ভারতীয় ক্রিকেট কিংবদন্তির নাম উচ্চারণ করতে গিয়ে দাঁত-মুখ ভেঙেছে তার। তিনি কী বলেছেন, তা বোঝাই বড় দায়! তবে পার পাচ্ছেন না ট্রাম্প। মাস্টার ব্লাস্টার শচীনকে 'শু-চিন' বলে ডেকে সোশ্যাল অ্যাক্টিভিস্টদের রোষানলে পড়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে হাসির খোরাকে পরিণত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যে যার মতো করে তাকে নিয়ে ঠাট্টা, তামাশা, মজা ও মশকরা করছেন তারা। তাকে নিয়ে রসিকতা করতে ছাড়েনি বিশ্ব ক্রিকেটের নীতিনির্ধারণী সংস্থা আইসিসিও।

দুদিনের সরকারি সফরে স্ত্রী মেলানিয়াকে নিয়ে ভারতে গেছেন ট্রাম্প। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজ রাজ্য গুজরাটের মোতারায় বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়াম নবরূপের উদ্বোধনে উপস্থিত ছিলেন তিনি। সেই মঞ্চে ভারতীয় ক্রিকেট আইকন শচীন টেন্ডুলকার ও বিরাট কোহলির নাম উচ্চারণ করেন মার্কিন মুলুকের রাষ্ট্রপতি।

গোল বাঁধে সেখানেই। শচীনকে 'শু-চিন' বলে সম্বোধন করেন ট্রাম্প। ফলে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো বিদ্রূপের শিকার হচ্ছেন তিনি। প্রিয় ক্রিকেটারের নামের এমন বিকৃতি মেনে নেননি ভক্ত-সমর্থকরা।

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ও ক্ষমতাধর প্রেসিডেন্টের 'শু-চিন' মন্তব্যের জবাব দিয়েছে আইসিসি। তাকে ট্রোলড করতে ছাড়েনি তারা। টুইটারে একটি মজাদার ভিডিও পোস্ট করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

তাতে দেখা যাচ্ছে, ওয়েব মিডিয়ার সার্চ টুলে শচীনের নামের বানান পরিবর্তন করা হচ্ছে। 'শু-চিন' লিখে তা নতুন করে পাবলিশও করা হচ্ছে। ভিডিওর ওপরে 'সচ' থেকে 'সুচ' হওয়ার বিবর্তনও সুন্দর করে লিখে দেখিয়েছে আইসিসি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম