Logo
Logo
×

খেলা

জাতীয় হ্যান্ডবল দলের গোলরক্ষক সোহান সড়ক দুর্ঘটনায় নিহত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৪৭ পিএম

জাতীয় হ্যান্ডবল দলের গোলরক্ষক সোহান সড়ক দুর্ঘটনায় নিহত

সোহানুর রহমান সোহান। ফাইল ছবি

সড়কে প্রাণ গেল জাতীয় হ্যান্ডবল দলের গোলরক্ষক সোহানুর রহমান সোহানের। মাত্র ২১ বছর বয়সেই না ফেরার দেশে চলে গেছেন এ প্রতিভাবান খেলোয়াড়।  

শুক্রবার কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোসেনাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, হোসেনাবাদ বাজারে ইঞ্জিন চালিত নসিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হ্যান্ডবল দলের গোলরক্ষক সোহানুর রহমান সোহান ও রাজ নামে এক যুবক গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে প্রথমে দৌলতপুর হাসপাতাল ও পরে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে থেকে ঢাকা নেয়ার পথে সোহান মারা যায়।

নিহত সোহানুর রহমান সোহান দৌলতপুর উপজেলার বাহিরমাদি গ্রামের গোলামুর রহমান এর ছেলে।

উল্লেখ্য, সোহান বাংলাদেশ জাতীয় হ্যান্ডবল দলের হয়ে গত ডিসেম্বরে নেপালে অনুষ্ঠিত ১৩তম সাউথ এশিয়ান গেমসে অংশ নিয়েছিলেন। পাশাপাশি তিনি জাতীয় যুব হ্যান্ডবল দলেরও সদস্য ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম