টেস্টের আভিজাত্যের ফরম্যাটে চরম অবস্থা বাংলাদেশ দলের। সবশেষ খেলা ছয় টেস্টর মধ্যে ৫টিতে ইনিংস ব্যবধানে হেরেছে টাইগাররা।
সবশেষ ভারত ও পাকিস্তান সফরে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। প্রতিবেশী দুই দেশে টাইগারদের ব্যাটিং দেখে রীতিমতো হতাশ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
শেষ তিন টেস্টে ভারত ও পাকিস্তানের মাঠে ইনিংস ব্যবধানে হেরে যাওয়ায় তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষেও জয়ের আশা করেন না বিসিবি সভাপতি।
বুধবার মিরপুর শেরেবাংলায় সাংবাদিকদের সঙ্গে আলাপে বিসিবি সভাপতি বলেন, কয়েকদিন ধরে মিডিয়াতে যা দেখছি, যা কথাবার্তা শুনছি তাতে মনে হচ্ছে আমরা জিম্বাবুয়ের সঙ্গে জিতে গেছি। ভারত ও পাকিস্তানে যে খেলা দেখে এসেছি, তাতে করে জিম্বাবুয়ের সঙ্গেও জেতার আশা মনের মধ্যে রাখি না।
বিসিবি সভাপতি আরও বলেন, জিম্বাবুয়ে জিম্বাবুয়ের জায়গায় আছে, আমরা আমাদের আগের জায়গায় নেই। জিম্বাবুয়ে আমাদের চেয়ে এগিয়ে রয়েছে। বিশেষ করে টেস্টে তারা ভালো করছে।
পাপন আরও বলেন, দেশের মাটিতে সবচেয়ে খারাপ পারফরম্যান্স কোনটা যদি জিজ্ঞেস করেন, তাহলে আমি বলব আফগানিস্তানের কাছে টেস্ট হার। এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না। আফগানিস্তানের সঙ্গেই যদি হেরে যাই, তাহলে তো জিম্বাবুয়ের সঙ্গে হারতেই পারি।