Logo
Logo
×

খেলা

‘মুমিনুল পারবে না, সে লাজুক ও নরম প্রকৃতির’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২০, ০৪:১৭ এএম

‘মুমিনুল পারবে না, সে লাজুক ও নরম প্রকৃতির’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, জিম্বাবুয়ের বিপক্ষে সম্পূর্ণ নতুন মাইন্ডসেটাপ নিয়ে খেলতে হবে। সিনিয়রদের মূল দায়িত্ব নিতে হবে। শুধু অধিনায়ক পারবে না। মুমিনুল একেবারেই নতুন। সে তো একটু লাজুক প্রকৃতির, একটু নরম।

বিসিবি সভাপতি আরও বলেন, তামিম ইমবাল, মুশফিকুর রহিমদের বলেছি টিম এফোর্টের জন্য তোমাদের অন্যদেরকে সাহস দিতে হবে। 

বুধবার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপে বিসিবি সভাপতি আরও বলেন, জিম্বাবুয়ে জিম্বাবুয়ের জায়গায় আছে, কিন্তু আমরা আমাদের আগের জায়গায় নেই। জিম্বাবুয়ে আমাদের চেয়েও এগিয়ে আছে।

পাপন আরও বলেন, বিশেষ করে টেস্টে জিম্বাবুয়ে ভালো করছে। তাদের সঙ্গে ভালো করতে হলে আমাদের ক্রিকেটারদের সেরাটা উজার করে দিতে হবে। তাহলেই সম্ভব।   

শনিবার থেকে মিরপুরে শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে এমাত্র টেস্ট ম্যাচটি। এরপর হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম