Logo
Logo
×

খেলা

সেই হাথুরুসিংহেকে মিস করছে বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৩৯ এএম

সেই হাথুরুসিংহেকে মিস করছে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ জয়ের আনন্দের জোয়ারে ভাসছে গোটা দেশ। টাইগার যুবাদের পিঠ চাপড়াচ্ছেন সবাই। তখন জাতীয় দলের পারফরম্যান্সে হতাশ দেশের ক্রীড়াঙ্গন। পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত রাওয়ালপিন্ডি টেস্টে ইনিংস ও ৪৪ রানে হেরেছেন মুমিনুল বাহিনী।

তাই ছোটদের এ খুশির মাঝেও বড়দের সাম্প্রতিক পারফরম্যান্সে চিন্তিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। দলের বর্তমান নাজুক অবস্থায় সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে স্মরণ করেছেন তিনি।

গেল বুধবার দেশে ফিরেছেন বিশ্বজয়ী বীরেরা। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, তাদের ব্যাপক গণসংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ সময় উৎসব আমেজে মেতে ছিলেন  আকবররা। ব্যতিক্রম ছিলেন বোর্ড সভাপতি পাপন ও পরিচালকরা। কিন্তু সংবর্ধনা শেষেই হতাশা ঝরেছে বিসিবি বসের কণ্ঠে।

তিনি বলেন, হাথুরুসিংহে থাকলে জাতীয় দলের এমন অবস্থা হতো না। এখনও তাকে মিস করি আমি। ও দায়িত্ব ছাড়ার পর দুর্দশা বাড়ছেই। গেল বিশ্বকাপের পর ব্যাপক ছন্দপতন ঘটেছে। যার যা ইচ্ছে, সে তা করছে। সাকিববিহীন দলে চোখে পড়ার মতো কোনো পারফরম্যান্স আমরা পাইনি। বিশ্বকাপে সে একাই দেশকে টেনেছে। এর পর তো যাচ্ছেতাই অবস্থা। এটিকে আমার বাংলাদেশ দলই মনে হয় না। এভাবে চলতে দেয়া যাবে না। অনেক পরিকল্পনা করতে হবে। সেই অনুযায়ী চলতে হবে।

হাথুরুসিংহের তত্ত্বাবধানে ২০১৫ সালে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলে বাংলাদেশ। পরে ঘরের মাঠে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকাকে ওয়ানডে সিরিজ হারান টাইগাররা। তার অধীনেই ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলেন তারা।  

একই বছরের নভেম্বরে বাংলাদেশের দায়িত্ব ছেড়ে দেন হাথুরু। তিনি চলে যাওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের সেভাবে মেলে ধরতে পারেননি তামিম-মুশফিকরা।

পরবর্তী কোচ স্টিভ রোডসের অধীনে ২০১৯ বিশ্বকাপে তিনটি ম্যাচ জেতে বাংলাদেশ। তবে সেমিফাইনালে খেলতে পারেননি তারা। কিন্তু বৈশ্বিক আসরের পর পরই লাল-সবুজদের দায়িত্ব ছেড়ে দেন ইংলিশম্যান।

রোডসের পর বাংলাদেশের প্রধান কোচের পদে বসেন রাসেল ডমিঙ্গো। তবে তার অধীনে এখন পর্যন্ত বড় কোনো সাফল্য পায়নি দল। উল্টো টানা হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছেন টাইগাররা।

ঘরের মাঠে টেস্ট ক্রিকেটের কনিষ্ঠ দল আফগানিস্তানের বিপক্ষে হার, ভারতের মাটিতে ভরাডুবি এবং পাকিস্তানের বিপক্ষে ইনিংস হার চিন্তায় ফেলেছে বাংলাদেশ ক্রিকেটকর্তাদের।

তবে কী হাথুরুসিংহেকে ফিরিয়ে আনার কথা ভাবছেন তারা? জবাবটা সময়ই বলে দেবে। আপাতত ফ্রি আছেন তিনি। বাংলাদেশের দায়িত্ব ছাড়ার পর শ্রীলংকা জাতীয় দলের কোচ হয়েছিলেন হাথুরু। কিন্তু লংকান দলকে ব্যর্থতার ঘেরাটোপ থেকে ফেরাতে পারেননি তিনি। ফলে হয়েছেন চাকরিচ্যুত।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম