Logo
Logo
×

খেলা

দেশে ফিরল বিশ্বকাপজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২০, ০৫:১৩ পিএম

দেশে ফিরল বিশ্বকাপজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

বিশ্বকাপ ট্রফি জিতে বুধবার বিকাল পাঁচটায় ঢাকায় পৌঁছায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর আকবর আলীর নেতৃত্বাধীন বাংলাদেশ যুব দলকে ফুলেল শুভেচ্ছ জানান বিভিন্ন সংগঠনসহ বিভিন্ন পেশার হাজার হাজার মানুষ। 

বিমানবন্দর থেকে ক্রিকেটাররা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ‘বিশেষ গাড়িতে’ চলে যাবেন মিরপুর শেরেবাংলায়। সন্ধ্যায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিশ্বকাপজয়ী যুবাদের সংবর্ধনা দেয়ার কথা রয়েছে। 

গত রোববার দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে অনুষ্ঠিত ফাইনালে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ ট্রফি জিতে নেয় বাংলাদেশ দল। এই প্রথম বড় কোনো টুর্নামেন্টে শিরোপা জয়ের স্বাদ পেল বাংলাদেশ।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম